• জনপ্রিয়তা বাড়াতে তারকামুখী সিপিএমও! পার্টি কংগ্রেসে থাকছেন....
    ২৪ ঘন্টা | ২২ মার্চ ২০২৫
  • মৌমিতা চক্রবর্তী: সিপিএমের পার্টি কংগ্রেসের এবার দক্ষিণী তারকারা! থাকছে সুপারস্টার বিজয় সেতুপতি পারফরম্যান্স। সঞ্চালনার দায়িত্বে প্রকাশ রাজ।  সূত্রের খবর তেমনই।

    আর বেশি দেরি নেই। ২ থেকে ৬ এপ্রিল অনুষ্ঠিত হতে চলেছে সিপিএমের ২৪ তম পার্টি। কোথায়? দলের নীতি নির্ধারণের সর্বোচ্চ আসরের জন্য ফের দক্ষিণ-মুখী হচ্ছে সিপিএম। এবার মাদুরাই। ২০০৭ সালে দলের পাঁচ পার্টি কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে যথাক্রমে কোয়ম্বত্তূর, কোঝিকোঢ়, বিশাখাপত্তনম, হায়দরাবাদ ও কান্নুরে। এই নিয়ে টানা ৬ বার পার্টি কংগ্রেস হতে চলেছে দক্ষিণ ভারতেই।

    সারা দেশে সিপিএমের সাংসদ সংখ্যা এখনও ৪। যে চারটি আসনে জিতেছে বামেরা, তারমধ্যে অন্যতম তামিলনাড়ুর মাদুরাই। বস্তুত, ২০১৯ সালে লোকসভা ভোটে এই আসনটি ছিল বামেদের দখলেই। দলীয় সূত্রে খবর, কেরল, বাংলা ও ত্রিপুরার বাইরে তামিলনাড়ুতে  সিপিএমের সাংগঠনিক শক্তি খানিকটা বেড়েছে। সেই শক্তিকে আর মজবুত করতেই পার্টি কংগ্রেসের জন্য মাদুরাইকে বেছে নেওয়া হয়েছে।

  • Link to this news (২৪ ঘন্টা)