বন্ধ ফ্ল্যাট থেকে আসছিল দুর্গন্ধ, পুলিশ ঢুকতেই মিলল মহিলার পচা-গলা দেহ! বিজয়গড়ে চাঞ্চল্য...
আজকাল | ২২ মার্চ ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: সারা রাত দুর্গন্ধে তিতিবিরক্ত হয়ে পড়েছিলেন বাসিন্দারা। বোঝা যায় যে, একটি ফ্ল্যাট থেকে সেই দুর্গন্ধ বেরোচ্ছে। এরপর স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেয়। পুলিশ এসে ওই ফ্ল্যাটে ঢুকতেই চক্ষুচড়ক। দেখা যায়, ফ্ল্যাটে পড়ে রয়েছে বছর তল্লিশের এক মহিলার পচা-গলা দেহ!
ঘটনাটি দক্ষিণ কলকাতা গল্ফগ্ৰীন থানা এলাকার অন্তর্গত বিজয়গড় রোডের এক বহুতল আবাসনের। শুক্রবার সকাল ৮টা ২০ মিনিট নাগাদ আবাসনের ফ্ল্যাট থেকে ৪১ বছরের শ্রেয়শী ঘোষের পচা গলা মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর মহিলার মানসিক ভারসাম্যহীন ছিলেন।
পুলিশ সূত্রে খবর, মানসিকভাবে ভারসাম্যহীন হওয়ায় শ্রেয়সী ফ্ল্যাটে বহুদিন ধরেই প্লাস্টিকের বোতল ও অন্যান্য সামগ্রী জমাতেন। যা জানতেন তাঁর পড়শিরা। মৃতার বাকি দুই বোন একজন কানাডা এবং অন্যজন বাঁশদ্রোণীতে থাকেন। তাঁদেরকে খবর পাঠানো হয়।
শ্রেয়সী ঘোষের মৃতদেহ এম আর বাঙ্গুর হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। খুন নাকি আত্মহত্যা, কীভাবে এই মৃত্যু হল? তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে ওই এলাকার সিসিটিভি ফুটেজ।