• সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ আরজি করের ২ কর্মী ও ৮ নিরাপত্তারক্ষীকে
    দৈনিক স্টেটসম্যান | ২২ মার্চ ২০২৫
  • শুক্রবারও অব্যাহত আরজি কর মামলায় সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ। বৃহস্পতিবারই এই ঘটনায় হাসপাতালের ৪ জন নার্সকে জিজ্ঞাসাবাদ করেছিলেন তদন্তকারী আধিকারিকরা। শুক্রবার হাসপাতালের আরও দুই জন কর্মীকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠিয়ে জেরা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পাশাপাশি হাসপাতালের ৮ জন নিরাপত্তারক্ষীকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

    সিবিআই সূত্রে জানা গিয়েছে, ঘটনার দিন কী কী ঘটেছিল, হাসপাতালে কারা প্রবেশ করেছিলেন, কোনও অস্বাভাবিক কিছু তাঁরা লক্ষ্য করেছিলেন কি না সেই সম্পর্কে হাসপাতালের কর্মী ও নিরাপত্তারক্ষীদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জানা গিয়েছে, যে ৮ জন নিরাপত্তারক্ষীকে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁরা ঘটনার দিন হাসপাতালে ডিউটি করেছিলেন। তাই তাঁদের বয়ান এই ঘটনায় গুরুত্বপূর্ণ হতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা।

    উল্লেখ্য, বৃহস্পতিবার আরজি কর হাসপাতালের ৪ জন নার্সকে সিজিও কমপ্লেক্সে ডেকে জিজ্ঞাসাবাদ করেছিলেন সিবিআই আধিকারিকরা। তাঁরা ঘটনার দিন হাসপাতালে কর্মরত ছিলেন। শুক্রবার ফের ১০ জনকে ডাকা হয়। ইতিমধ্যেই আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছে সিভিক ভলান্টিয়র সঞ্জয় রায়। তাকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন শিয়ালদহ আদালতের বিচারক। তবে নির্যাতিতার পরিবারের তরফে অভিযোগ করা হয়েছে, এই ঘটনায় সঞ্জয় ছাড়াও আরও অনেকে জড়িত রয়েছেন।

    ঘটনার দিন রাতে হাসপাতালে কর্তব্যরত সকল নার্স ও চিকিৎসককে ডেকে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছিলেন নির্যাতিতার বাবা-মা। তদন্ত হাতে নেওয়ার পর কয়েকজন চিকিৎসককে ডেকে জিজ্ঞাসাবাদও করেছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এ বার ফের আরজি কর হাসপাতালে কর্তব্যরত নার্স ও কর্মীদের ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। জেরা করা হচ্ছে নিরাপত্তারক্ষীদেরও।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)