• ভয়ংকর বজ্রপাত-শিলাবৃষ্টি! ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া, সতর্কতা জারি...
    ২৪ ঘন্টা | ২২ মার্চ ২০২৫
  • অয়ন ঘোষাল:  ঘুরিয়ে ফিরিয়ে টানা দুদিন বৃষ্টি এবং দমকা হাওয়ায় ফের মনোরম আবহাওয়া দক্ষিণবঙ্গে। উত্তরে বিক্ষিপ্ত বৃষ্টি শুরু। শনিবার সারাদিন বঙ্গে যে কোনও সময়ে বৃষ্টি। আপাতত তাপমাত্রা স্বাভাবিক বা তার নিচে। বিকেলে আইপিএল উদ্বোধনী অনুষ্ঠান এবং ফ্ল্যাগশিপ ম্যাচে বিঘ্ন ঘটার আশঙ্কা। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং শিলাবৃষ্টির দুর্যোগ।

    বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া ও পূর্ব বর্ধমান-সহ দক্ষিণবঙ্গের ৪ জেলায় এই দুর্যোগের পূর্বাভাস। দক্ষিণের বাকি জেলায় দিনের বিভিন্ন সময় ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির দুর্যোগ। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাতে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই দমকা ঝড় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা।

    উত্তরবঙ্গের চার জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ঝড় ও শিলাবৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইবে। মালদা, দক্ষিণ দিনাজপুর, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায়। উত্তরবঙ্গের বাকি সব জেলাতে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।

    সন্ধেয় ইডেন গার্ডেনে আইপিএল উদ্বোধনী ম্যাচ। সেই সময়ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং হালকা ঝড়ো হাওয়ার সম্ভাবনা থাকবে। এমনটাই অনুমান আলিপুর আবহাওয়া দফতরের। রবিবার বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকলেও তার প্রভাব অনেকটাই কমবে। বিক্ষিপ্তভাবে কয়েক জেলায় বজ্রবিদ্যু-ৎসহ বৃষ্টি হতে পারে। দু-এক জায়গায় হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে। 

    সোমবার পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গে রবিবার এবং সোমবার হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে বিক্ষিপ্তভাবে। বাংলার উপকূলের সমুদ্রে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। সমুদ্র উত্তাল থাকবে। আজ দুপুর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

    সোমবার থেকে তাপমাত্রা ফের বাড়বে। শুষ্ক আবহাওয়া আগামী সপ্তাহে। বৃষ্টির সম্ভাবনা কমবে। রবিবারের মধ্যে দক্ষিণবঙ্গের ৬ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে উত্তরবঙ্গে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমার সম্ভাবনা। সোমবার থেকে ফের পরবর্তী দু-তিন দিনের মধ্যেই আবার চার পাঁচ ডিগ্রি তাপমাত্রা বেড়ে যাবে বলে অনুমান আবহাওয়া বিজ্ঞানীদের।

    রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কমে ২১.১ ডিগ্রি। কাল দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কমে ৩২.২ ডিগ্রি। আজ দিনের তাপমাত্রা আরো কমে ২৯ ডিগ্রি হওয়ার সম্ভাবনা। সেক্ষেত্রে স্বাভাবিকের তুলনায় আজ ৫ ডিগ্রি কম থাকতে চলেছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা। বাতাসে জলীয় বাষ্পের পরিমান ৩৯ থেকে ৯০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কলকাতার আলিপুরে ৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

  • Link to this news (২৪ ঘন্টা)