• সোনারপুরে রক্তারক্তি! শ্যালকের কানে কামড়ে ছাদ থেকে ফেলার চেষ্টায় অভিযুক্ত জামাইবাবু...
    আজকাল | ২২ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: সোনারপুরের নোয়াপাড়া আনন্দপল্লীতে চাঞ্চল্যকর ঘটনা। পারিবারিক বিবাদের জেরে শ্যালকের কানে কামড় দিয়ে ছাদ থেকে ফেলে দেওয়ার চেষ্টা করলেন জামাইবাবু৷ ঘটনায় গুরুতর আক্রান্ত শ্যালক রাজা শ্রীবাস্তব৷ ইতিমধ্যেই তিনি সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। অভিযোগ, সোনারপুর এলাকার মালিপাড়ার বাসিন্দা সৌরভ সেন প্রায় প্রতিদিনই মদ্যপান করে নেশাগ্রস্ত অবস্থায় স্ত্রী সুস্মিতা সেনকে মারধর করেন।

    শুক্রবার গভীর রাতেও একই ঘটনা ঘটে। স্ত্রীর ওপর অত্যাচার চালাতে থাকেন সৌরভ। সেই সময় পাশের বাড়িতে থাকা সুস্মিতার ভাই রাজা শ্রীবাস্তব দিদির কান্নার আওয়াজ ও মারধরের শব্দ শুনে ছুটে আসেন। জামাইবাবুর হাত থেকে দিদিকে বাঁচানোর চেষ্টা করলে সৌরভ আরও হিংস্র হয়ে ওঠেন। অভিযোগ উঠেছে, নেশার ঘোরে সৌরভ নিজের রাগ সামলাতে না পেরে শ্যালকের কানে কামড় বসিয়ে দেন ৷ শুধু তাই নয়, ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ারও চেষ্টা করেন। গুরুতর আহত হন রাজা। রাতেই তাঁকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করা হয়। অভিযুক্ত সৌরভ পলাতক। এই ভয়াবহ ঘটনার পর সকালেই সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত ব্যক্তি।

    পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করলেও এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। ঘটনার পর আতঙ্কে রয়েছে রাজা ও তাঁর পরিবার। দীর্ঘদিন ধরে সৌরভের অত্যাচার সহ্য করলেও এবার পুরো বিষয়টি আইনি পথে মেটানোর সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। পরিবারের সদস্যদের বক্তব্য, অভিযুক্তের কঠোর শাস্তি হওয়া উচিত যাতে ভবিষ্যতে এই ধরনের হিংসাত্মক ঘটনা না ঘটে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত সৌরভ সেনের খোঁজ চলছে এবং দ্রুতই তাকে গ্রেপ্তার করা হবে। পরিবারের সদস্যদের পাশাপাশি এলাকাবাসীও সৌরভের কঠোর শাস্তির দাবি তুলেছে বলে জানা গিয়েছে।
  • Link to this news (আজকাল)