• জমি সংক্রান্ত বিবাদ মেটাতে গিয়ে আক্রান্ত কনস্টেবল, পোলেরহাটে ধুন্ধুমার...
    আজকাল | ২২ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: ভাঙড়ের পর পোলেরহাট। পীরের মেলায় জুয়ার আসর বন্ধ করতে গিয়ে ভাঙড়ে আক্রান্ত হয়েছিল পুলিশ। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার আক্রান্ত পোলেরহাট থানার এক কনস্টেবল। এবার জমি সংক্রান্ত বিবাদ মেটাতে গিয়ে গ্রামবাসীদের হামলার মুখে পড়তে হয় পুলিশ অফিসার, কনস্টবেলদের। পোলেরহাট থানার এক কনস্টেবেলকে কিল, চড় ঘুষি মারা হয়। এমনকি পুলিশের হাত থেকে অভিযুক্তদের ছিনিয়ে নেওয়ার চেষ্টাও করা হয়।

    খবর পেয়ে পোলেরহাট থানার অতিরিক্ত বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করলেও অনেকেই বর্তমানে পলাতক। অভিযুক্তদের সন্ধান চালাচ্ছে পুলিশ। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে ভাঙড়ের পোলেরহাট থানার নাটাপুকুর এলাকায়। পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরে নাটাপুকুর এলাকার বাসিন্দা বসিরুদ্দিন মোল্লা এবং নাসিরুদ্দিন মোল্লার পরিবারের সঙ্গে জমি নিয়ে বিবাদ চলছে তৌফিক মোল্লা ও জাহাঙ্গীর মোল্লার পরিবারের সঙ্গে। এদিন বিতর্কিত জমি নিয়ে দুই পরিবারের মধ্যে গন্ডগোল বাধে। 

    সেই সময় উভয়পক্ষই একে অপরের উপর বাঁশ, লাঠি নিয়ে চড়াও হয়। দুই পক্ষের মারামারিতে বেশ কয়েকজন জখম হন। এই ঘটনার খবর পেয়ে পোলেরহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ সেই সময় পোলেরহাট থানার কনস্টেবল সুশান্ত মণ্ডলের উপর চড়াও হয় জাহাঙ্গীর ও তাঁর লোকজন। কর্তব্যরত ওই পুলিশকর্মীকে ধাক্কাধাক্কি করতে করতে কিল,চড়, ঘুসি মারা হয় বলে অভিযোগ। কয়েকজনকে আটক করে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
  • Link to this news (আজকাল)