রাস্তা থেকে কয়েকশো ফুট নিচে পড়ল গাড়ি, মৃত ২, পাহাড়ে বড় দুর্ঘটনা ...
আজকাল | ২২ মার্চ ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: দ্রুত গতিতে ছুটে আসছিল গাড়ি। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে গড়িয়ে গেল রাস্তার ধারে। সেখান থেকে পড়ল কয়েকশো ফুট নিচে। তীব্র আওয়াজের সঙ্গে আহত যাত্রীদের আর্তনাদ। মৃত্যু হয়েছে দুই যাত্রীর। আহত অন্তত ১০। শনিবার ঘটনাটি ঘটেছে মিরিকের কাছে।
জানা গিয়েছে, এদিন সুখিয়া থেকে শিলিগুড়ি যাওয়ার পথে যাত্রী বোঝাই ওই ছোট গাড়িটি পাহাড়ে সরু বাঁকের কাছে এসে আচমকাই গড়িয়ে নিচে পড়ে যায়। স্থানীয়দের অনুমান, গাড়িটি খুবই দ্রুত গতিতে আসছিল। যে কারণে বাঁকের মুখে এসে চালক আর নিয়ন্ত্রণ রাখতে পারেননি। যার জেরে এই দুর্ঘটনা ঘটেছে।
এদিন গাড়ি পড়ে যাওয়ার আওয়াজ ও যাত্রীদের আর্তনাদ শুনে ছুটে আসেন ওই এলাকার বাসিন্দারা। তাঁরাই প্রথমে উদ্ধারকাজ শুরু করেন। আসে মিরিক থানার পুলিশ। মৃতদের পরিচয় এখনও জানা যায়নি। আহতদের উদ্ধার করে পানিঘাটা এবং উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনাগ্রস্থ গাড়িটি উদ্ধার করেছে পুলিশ। খতিয়ে দেখছে দুর্ঘটনার কারণ। স্থানীয়দের অভিযোগ, পাহাড়ি রাস্তায় বাঁক নিতে গিয়ে এর আগেও একাধিকবার দুর্ঘটনা ঘটেছে। তবুও কিছু কিছু চালকের এখনও হুঁশ ফেরেনি। যার জেরে এই ধরনের ঘটনা ঘটছে।