ধস নেমে জল সরবরাহে বিপত্তি, সমস্যা সমাধানে বড় সিদ্ধান্ত হাওড়া পুরসভার...
আজকাল | ২২ মার্চ ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: হাওড়ার বেলগাছিয়া ভাগাড়ে ধস নেমে জলের পাইপ লাইন ফেটে বিপত্তির পর বড়সড় সিদ্ধান্ত নিল হাওড়া পুরসভা। মূলত শিবপুর বিধানসভার বেশকিছু এলাকা ও উত্তর হাওড়ার কিছু এলাকার বাসিন্দারা এবার থেকে পদ্মপুকুরের পানীয়জল পাবেন। সেই মতো শনিবার থেকেই পানীয় জল বিপর্যস্ত এলাকায় পৌঁছাতে শুরু করেছে। হাওড়া পুরসভা সূত্রে খবর, এইচএমসি এবং কেএমসিএ-র মাধ্যমে পুর এলাকার বিভিন্ন স্থানে পানীয় জল সরবরাহ করা হয়।
কিন্তু হাওড়া পুরসভার আট নম্বর ওয়ার্ডের বেলগাছিয়া ভাগাড়ের মধ্যে আন্ডারগ্রাউন্ড দুটি পাইপ লাইনে বড়সড় ফাটল দেখা দেয়৷ যুদ্ধকালীন তৎপরতায় কাজ করেও পানীয় জলের সমস্যা মেটেনি। জানা যাচ্ছে, ওই অংশের পরিস্থিতি আগের পর্যায়ে ফিরিয়ে দেওয়া কার্যত অসম্ভব। যে কারণে পদ্মপুকুরের পানীয়জলের পাইপলাইন যুক্ত করে শিবপুর বিধানসভার বিপর্যস্ত এলাকায় পৌঁছাবে পানীয়জল। পুরসভার এক আধিকারিক জানান, বৃহস্পতিবার বেলগাছিয়া ভাগাড়ে ধস নেমে বিপর্যয় ঘটে। এর জেরে প্রায় দেড় বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ফাটল দেখা দিয়েছে। ভেঙে পড়েছে একটি বড় পাঁচিল।
মূলত, মাটির তলায় ধসের জেরে জলের পাইপলাইন ফেটে গোটা এলাকা ভেসে যায়। জল ঢুকে পড়ে ঘরেও। পরিদর্শনে আসেন খোদ জেলাশাসক ও হাওড়া সিটি পুলিশের কমিশনার। জানা গিয়েছে, পদ্মপুকুরের পাইপ লাইনের সঙ্গে বেলগাছিয়া এলাকার পাইপলাইন জুড়ে দেওয়ায় পানীয় জল পরিষেবা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। হাওড়া পুরসভার প্রশাসক সুজয় চক্রবর্তী জানিয়েছে, ‘পদ্মপুকুরের পানীয় জল ইতিমধ্যই এলাকার মানুষের কাছে পৌঁছাচ্ছে। সেই মতো কাজ চলছে। প্রায় ১৫০০ মিলিমিটার ব্যাসের লোহার পাইপ ফেটে ক্ষতিগ্রস্ত হয়েছে জল সরবরাহ। যুদ্ধকালীন তৎপরতায় কেএমডিএ কাজ করেছে। পাশাপাশি ট্যাঙ্কার দিয়েও পানীয় জল সরবরাহ হয়েছে’।