• নারকেলডাঙায় দাউদাউ করে জ্বলে উঠল কাগজের কারখানা, দমকলের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে...
    আজকাল | ২২ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ শহর কলকাতায় ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। শনিবার সকালে নারকেলডাঙার একটি কাগজের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শনিবার সকালে ঘুম থেকে উঠেই অগ্নিকাণ্ডের খবর পান স্থানীয়রা। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। দ্রুততার সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। প্রায় সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ। ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা।

    জানা গেছে, শনিবার সকাল আটটা নাগাদ একটি কাগজের বাক্স তৈরির কারখানা থেকে কালো ধোঁয়া বেরতে দেখেন স্থানীয়রা। ওই কারখানার উপরেই রয়েছে ফ্ল্যাট। তাই স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন আবাসিকরা। তড়িঘড়ি ফ্ল্যাট থেকে বেরিয়ে আসেন তাঁরা। আগুন নেভানোর কাজে হাত লাগান। 

    খবর দেওয়া হয় দমকলে। দ্রুততার সঙ্গে দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নেভানোর কাজ। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হয় দমকল কর্মীদের। আগুন নেভাতে গিয়ে দু’‌জন দমকল কর্মী জখম হন বলে জানা গেছে। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কী কারণে অগ্নিকাণ্ড তা জানা সম্ভব হয়নি। কারখানার মালিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে পুলিশ। অগ্নিকাণ্ডের ফলে কোনও হতাহতের ঘটনা না ঘটলেও কারখানার ভিতরে থাকা সবকিছু আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে দমকল সূত্রে খবর।
  • Link to this news (আজকাল)