• ২০,০০০ টাকায় কমপ্লিমেন্টারি টিকিট! ইডেনে হাইভোল্টেজ ম্যাচের আগে তুঙ্গে কালোবাজারি...
    আজকাল | ২২ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: ইডেনে আইপিএলের ম্যাচের টিকিট কিনতে গিয়ে প্রতারিত হলেন এক ব্যক্তি। আশিস শর্মা নামে এক ব্যক্তির ফেসবুক প্রোফাইলে আইপিএলের কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচের টিকিটের বিজ্ঞাপন দেখেছিলেন ধীরাজ মালি নামে গিরিশ পার্কের এক বাসিন্দা। তিনি সেই পোস্টের মাধ্যমে আশিসের সঙ্গে যোগাযোগ করে টিকিট কেনার কথা জানান। তাঁকে বলা হয় গিরিশ পার্ক এলাকায় গিয়ে যোগাযোগ করতে। সেখানে গিয়ে তাঁর সঙ্গে দেখা হয় পীযূষ মহেন্দ্র নামে আর এক ব্যক্তির।

    জানা গিয়েছে, আইপিএলের ম্যাচের টিকিটের জন্য ওই ব্যক্তি নগদ ২০,০০০ টাকা দেন। পরিবর্তে তাঁকে একটি খাম দেওয়া হয়। কিন্তু খামটি খোলার পর তিনি দেখেন যে, সেখানে দুটি ২০০০ টাকা দামের টিকিট এবং অন্য দুটি বিনামূল্যে পাওয়া কমপ্লিমেন্টারি টিকিট রয়েছে। তখনই তিনি বুঝতে পারেন যে তিনি প্রতারিত হয়েছেন। এরপর আশিস শর্মা নামে ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন আর ফোন ধরেননি বলে অভিযোগ। ইতিমধ্যেই, গিরিশ পার্ক থানায় একটি মামলা নথিভুক্ত করা হয়েছে।

    পশ্চিমবঙ্গ ব্ল্যাক মার্কেটিং অ্যাক্ট ১৯৪৮-এর অধীনে মামলা রুজু করেছে পুলিশ। তদন্তে এফআইআরে নাম থাকা অভিযুক্ত পীযূষ মহেন্দ্র এবং তার সহযোগী কামাল হোসেনকে কলকাতার মিত্র লেন থেকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তদের থেকে মোট ১৭টি সাধারণ টিকিট, ৪টি ভিআইপি টিকিট, দুটি মোবাইল ফোন এবং নগদ ২০,৬০০ টাকা উদ্ধার করে পুলিশ। নিউ মার্কেট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে শাহবাজ খান নামে আরও এক ব্যক্তিকে। এই কালোবাজারির পিছনে আরও কোনও বড় চক্র কাজ করছে কিনা তা খতিয়ে দেখছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ।
  • Link to this news (আজকাল)