• পানিহাটিতে সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ
    দৈনিক স্টেটসম্যান | ২২ মার্চ ২০২৫
  • ফের রাজ্যে সিভিক দৌরাত্ম্য। এবার উত্তর ২৪ পরগনা জেলার পানিহাটিতে এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ উঠল। কর্তব্যরত অবস্থায় মহিলাদের মারধরের অভিযোগ উঠল সিভিক ভলান্টিয়ার সন্তু দেবনাথের বিরুদ্ধে। অবশ্য খুব দ্রুত পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। অভিযোগ, বেশ কয়েকজন মহিলার থেকে টাকা ধার নিয়েছিলেন সন্তু। সেই মহিলারা টাকা চাইতে গেলেই মারমুখী হয়ে ওঠেন তিনি।

    আক্রান্ত মহিলাদের অভিযোগ, এলাকার কয়েকজন মহিলার কাছ থেকে কয়েক লক্ষ টাকা ধার নিয়েছিলেন সন্তু দেবনাথ। কারও কাছ থেকে এক লক্ষ টাকা, কারও কাছ থেকে দু’লক্ষ টাকা, কারও কাছ থেকে আবার দেড় লক্ষ টাকা ধার করেছিলেন তিনি। সময় মতো সেই টাকা মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন সন্তু। শুক্রবার সকালে টাকা ফেরত চাইতে সন্তুর বাড়িতে যান ওই মহিলারা। সেই সময় সন্তুর স্ত্রী মহিলাদের উপর চড়াও হন। ওই সিভিক ভলান্টিয়ার মত্ত অবস্থায় ওই মহিলাদের আক্রমণ করেন।

    আক্রান্ত মহিলার বক্তব্য, ‘টাকা চাইতে গেলে বাজে বাজে কথা বলেন। দরজার পিছন থেকে সন্তুর শাশুড়ি বটি নিয়ে তেড়ে আসেন। আমাকে এমনভাবে মারেন যে আমি অজ্ঞান হয়ে যাই।’ আরেক মহিলার কথায়, ‘আমরা শুধু টাকা চাইতে গিয়েছিলাম। আমাদের সবার থেকে মোট ৩০ লক্ষ টাকা নিয়েছিলেন সন্তু দেবনাথ। কিন্তু টাকা চাইতে গিয়ে মার খেতে হয়।’ হামলার ঘটনার পর খড়দহ থানা ও ব্যারাকপুরের পুলিশ কমিশনারের অভিযোগ দায়ের করেন তাঁরা। শুক্রবার রাতে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করে পুলিশ।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)