• ব্যাঙ্ক ধর্মঘট স্থগিত, ২৪ ও ২৫ মার্চ স্বাভাবিক থাকবে পরিষেবা
    দৈনিক স্টেটসম্যান | ২২ মার্চ ২০২৫
  • আপাতত ব্যাঙ্ক ধর্মঘট প্রত্যাহার করে নিল কর্মী সংগঠনগুলির মঞ্চ ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্কস ইউনিয়ন (ইউএফবিইউ)। বিভিন্ন দাবিতে আগামী ২৪ ও ২৫ মার্চ দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল। ধর্মঘট স্থগিত হওয়ায় এই দুই দিন স্বাভাবিক থাকবে ব্যাঙ্কিং পরিষেবা। তবে দাবি পূরণ না হলে এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহে ফের ধর্মঘট ডাকা হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে ইউএফবিইউ।

    ব্যাঙ্কে দীর্ঘদিন ধরে নিয়োগ বন্ধ রয়েছে। অল্প সংখ্যক কর্মীর পক্ষে গ্রাহকদের সুষ্ঠুভাবে পরিষেবা প্রদান করা সম্ভব হচ্ছে না বলে দাবি করেছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্কস ইউনিয়ন। পাশাপাশি ব্যাঙ্ক কর্মীদের দাবি, পাঁচদিনের সপ্তাহ চালুর ক্ষেত্রেও আইবিএ সঠিক ভূমিকা পালন করেনি। এছাড়া উৎসাহ ভাতা চালুরও কোনও উদ্যোগ নেওয়া হয়নি। এ সব নিয়ে কর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল। সম্প্রতি এই সব দাবি নিয়ে ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন বা আইবিএ-র সঙ্গে বৈঠকে বসেছিল ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্কস ইউনিয়নস। কিন্তু বৈঠকে কোনও রফাসূত্রে বের না হওয়ায় ব্যাঙ্ক ধর্মঘটের সিদ্ধান্ত নেয় ব্যাঙ্ক কর্মীদের মঞ্চ।

    শুক্রবার এই নিয়ে কেন্দ্রীয় শ্রম কমিশনের সঙ্গে বৈঠকে বসেছিল ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্কস ইউনিয়ন। এই বৈঠকে ছিলেন আইবিএ-র সদস্যরাও। বৈঠকে কেন্দ্রীয় শ্রম কমিশনার বিষয়টি খতিয়ে দেখবেন বলে আশ্বস্ত করেছেন। সেই আশ্বাস পাওয়ার পর ধর্মঘটের সিদ্ধান্ত থেকে আপাতত পিছিয়ে এসেছে ব্যাঙ্ক কর্মী সংগঠনগুলির মঞ্চ।

    এই নিয়ে এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহে ফের বৈঠক হওয়ার কথা রয়েছে। দাবি পূরণ না হলে আবার ধর্মঘট ডাকা হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে ইউএফবিইউ। এই মঞ্চের সদস্যরা জানিয়েছেন, ব্যাঙ্ক ধর্মঘট স্থগিত রাখার সিদ্ধান্ত সাময়িক। দাবি আদায়ের জন্য আলোচনা চালিয়ে যাওয়া হবে। বিস্তারিত বিজ্ঞপ্তি শীঘ্রই প্রকাশ করা হবে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)