উল্লেখ্য, শুক্রবার সকালে লন্ডনের একটি বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তার জেরে বন্ধ হয়ে যায় হিথরো বিমানবন্দরের বিদ্যুৎ পরিষেবা। ফলে বাধ্য হয়ে বন্ধ রাখা হয় বিমানবন্দরের উড়ান পরিষেবা। বিমানবন্দরে সূত্রে খবর, এই বিপর্যয়ের জেরে শুক্রবার রাত পর্যন্ত সেখানে বিমান ওঠানামা করেনি। আবার মুখ্যমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, ২২ তারিখ অর্থাৎ শনিবার সকালে লন্ডন রওনা হওয়ার কথা ছিল। কিন্তু হিথরো বিমানবন্দরের বিপর্যয়ের জেরে শনিবারের সেই সফর পিছিয়ে যায় বলেই খবর। ২২ তারিখের বদলে ২৪ তারিখ অর্থাৎ সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় রওনা হচ্ছেন বলেই জানা গিয়েছিল। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, শনিবার সন্ধে ৮টা ২০ মিনিটের বিমানে দুবাই হয়ে লন্ডন পাড়ি দিচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী।
২৫, ২৬ এবং ২৭ মার্চ – পরপর তিনদিন সেখানে একাধিক অনুষ্ঠান রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাণিজ্য বৈঠক, কলেজ, বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে ভাষণ দেওয়া ছাড়াও ব্রিটিশ সরকারের প্রতিনিধিদের সঙ্গেও একটি বৈঠক করার কথা তাঁর। পূর্বসূচি অনুযায়ী, সেসব শেষ হলে ২৮ তারিখ লন্ডন থেকে ফের কলকাতার উদ্দেশে রওনা দেবেন তিনি। তবে নতুন সফরসূচিতে মুখ্যমন্ত্রীর ফেরার দিন বদল হচ্ছে কি না, তা এখনও অজানা।