অমৃত ভারতে সাজছে শিয়ালদা, যাত্রীদের অসুবিধা দূর করতে সরানো হল বহু অবৈধ দোকান
হিন্দুস্তান টাইমস | ২২ মার্চ ২০২৫
অবৈধ দোকানপাটে ছেয়ে গিয়েছে শিয়ালদা স্টেশন চত্বর। প্রতিদিনই লক্ষ-লক্ষ যাত্রী এই স্টেশনে যাতায়াত করেন। কিন্তু স্টেশনের বিভিন্ন জায়গায় অবৈধভাবে দোকান বসিয়ে ব্যবসা করছেন অনেকেই। তাতে স্টেশনে যাত্রীদের হাঁটাচলায় যেমন সমস্যা হচ্ছিল, তেমনই স্টেশনের সৌন্দর্য এবং পরিষ্কার পরিছন্নতার কাজও ব্যাহত হচ্ছিল। তারপর অমৃত ভারত প্রকল্পের কাজ শুরু হয়েছে শিয়ালদা স্টেশনে। এই অবস্থায় শিয়ালদা স্টেশন জুড়ে বিরাট অভিযান চালাল রেল।
বৃহস্পতিবার শিয়ালদা স্টেশনজুড়ে এই অভিযান যৌথভাবে চালায় আরপিএফ, রেলের বাণিজ্যিক বিভাগ এবং স্টেশনের আধিকারিকদের একটি দল। এই অভিযানের মূল উদ্দেশ্যে ছিল অবৈধ দোকানপাট স্টেশন থেকে উচ্ছেদ করা। সেইমতোই অভিযান চালিয়ে অবৈধ স্টল বা দোকানপাট সরিয়ে দিল রেল। আধিকারিকরা জানান, এই সব অবৈধ দোকানগুলির যাত্রীদের চলাচলে বাধা তৈরি হয়েছিল এবং এগুলি নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করছিল।
এদিন প্রায় কয়েক ঘণ্টা ধরে চলে উচ্ছেদ অভিযান। মূলত স্টেশন চত্বরে প্ল্যাটফর্ম ও কনকোর্স এলাকায় একাধিক অবৈধ দোকানপাট ছিল। সেগুলি অভিযান চালিয়ে সরিয়ে দেওয়া হয়। তবে উচ্ছেদ অভিযানকে ঘিরে কোনও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়নি। শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণভাবে অভিযান সম্পন্ন হয়েছে বলে রেলের তরফে জানানো হয়েছে। এছাড়া, এই অভিযান চলাকালীন যাত্রীদের চলাচলেও কোনও সমস্যা হয়নি বলে রেলের আধিকারিকরা জানিয়েছেন।
প্রসঙ্গত, শিয়ালদা স্টেশন চত্বরে মেন শাখা থেকে শুরু দক্ষিণ শাখায় রেলের অনুমতি না নিয়েই বসেছে অনেক দোকান। গত কয়েক বছরে সেই সংখ্যা অনেকটাই বেড়েছে। এর ফলে এ নিয়ে দীর্ঘদিন থেকে সমস্যা তৈরি হয়েছিল। বিশেষ করে ভিড়ের মধ্যে দ্রুত হেঁটে বা ছুটে ট্রেন ধরতে গিয়ে দোকানপাট থাকায় সেই সমস্যা আরও বেশি সামনে আসে। এর ফলে যাত্রীদের জন্য অসুবিধার মুখে পড়তে হচ্ছিল। স্টেশনের অনেক জায়গায় আবার হাঁটার পথেই বসে গিয়েছিল দোকান। এমনকী কিছু জায়গায় প্ল্যাটফর্মে প্রবেশের পথ বন্ধ করেও বসে গিয়েছিল দোকান। এর পাশপাশি বৈদ্যুতিক সংযোগ ব্যবহার করার কারণে এই দোকানগুলি থেকে অগ্নিকাণ্ডের ঝুঁকিও তৈরি হয়েছিল। সেই কারণে রেলের তরফে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। এর ফলে যাত্রীরা উপকৃত হবেন বলে মনে করছে রেল।