মুখ্যমন্ত্রীর নামে ‘সর্বাধিনায়িকা জয় হে’ পোস্টার, অভিষেকের পর এবার মমতাময় শহর
হিন্দুস্তান টাইমস | ২২ মার্চ ২০২৫
ঘটনার পটপরিবর্তন হল মাত্র ১২ ঘণ্টায়। প্রথমে পড়ল ‘অধিনায়ক অভিষেক’ পোস্টার দক্ষিণ কলকাতা জুড়ে। সেটা দেখা গিয়েছিল শুক্রবার সকালে। উজ্জ্বল হলুদ পতাকায় নীল কালিতে বাংলায় লেখা ছিল। যাদবপুর থেকে শুরু করে দক্ষিণ কলকাতা জুড়ে তা দেখা গিয়েছিল। রাত ১০টার পর পাল্টে গেল পোস্টার। সামনে এল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়ের ছবি সম্বলিত পোস্টার। যেখানে লেখা, ‘সবার্ধিনায়িকা জয় হে’। এই ছবি গোটা শহরের নানা প্রান্তে এখন দেখা যাচ্ছে। আর তা এখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
এদিকে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবির পাশেই দেখা গেল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টার। যেখানে যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্টার আছে ঠিক তার পাশেই লাগানো হয়েছে তৃণমূল সুপ্রিমোর পোস্টার। কিন্তু হঠাৎ এমন কেন করা হল? সূত্রের খবর, বাংলার মুখ্যমন্ত্রী লন্ডন সফরে যাচ্ছেন। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সবটা দেখতে বলে গিয়েছেন তিনি। তাই পড়েছিল ‘অধিনায়ক অভিষেক’ পোস্টার। আর একবছর পর ২০২৬ সালের বিধানসভা নির্বাচন। তাতে মুখ সেই মমতা বন্দ্যোপাধ্যায়ই। অর্থাৎ মমতা–অভিষেকের নেতৃত্বেই লড়াই হবে। তাই এবার তৃণমূলনেত্রীর পোস্টার পড়ল শহরে।
অন্যদিকে ওই পোস্টারের নীচে লেখা ‘হ্যাশট্যাগফ্যামফরটিএমসি’ অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সমর্থকদের পক্ষ থেকেই যাদবপুরের এইট বি বাসস্ট্যান্ড থেকে সুলেখা মোড় পর্যন্ত লাগানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টার। গতকাল এই কমিউনিটির পক্ষ থেকেই অভিষেকের পোস্টার লাগানো হয়েছিল। এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় তৃণমূল কংগ্রেসের যতগুলি সমর্থক গ্রুপ রয়েছে তার মধ্যে অন্যতম ফ্যাম। অধিনায়ক অভিষেক ওদেরই সংগঠনেরই একটি শাখা। তাই এই পতাকা দেওয়া হয়েছে।’
এছাড়া আজ শনিবার একসপ্তাহের জন্য বিদেশ সফরে যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর আগে সমর্থকদের পক্ষ থেকে এই বার্তা দেওয়া হল। উৎসাহ তুলে দেওয়ার জন্য। তৃণমূল কংগ্রেসে অভিষেক অধিনায়ক হলেও সবার উপরে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়ই। তাই তিনি সর্বাধিনায়কা। রাজ্য–রাজনীতিতে অনেকে মনে করছেন, বিতর্ক এড়িয়ে ভারসাম্য বজায় রাখার জন্যই এই নয়া পোস্টার। আগামী ২৩ মার্চ নির্বাচনের রণকৌশল ঠিক করতে বৈঠকে বসছে তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়ার সৈনিকরা। তাই এমন পোস্টার দেওয়া হল বলে সূত্রের খবর।