• আইপিএল ম্যাচে ইডেন গার্ডেন্স চত্বরে যানবাহন নিয়ন্ত্রণ বিধি, জানুন ট্রাফিক আপডেট
    হিন্দুস্তান টাইমস | ২২ মার্চ ২০২৫
  • হাতে বেশি সময় নেই। মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। তারপরই আজ, শনিবার সন্ধ্যায় ইডেন গার্ডেনে আইপিএলের উদ্বোধনী ম্যাচ। কিন্তু আজ সকাল থেকেই কলকাতা–সহ জেলায় শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টি। তার সঙ্গে চলছে ঝোড়ো হাওয়ার দাপট। এই আবহে আইপিএলের উদ্বোধনী ম্যাচ আদৌ হবে কিনা তা নিয়ে সন্দিহান সবপক্ষই। এই আবহে আইপিএল ম্যাচের দিনে কলকাতার নিরাপত্তা কড়াকড়ি করা হয়েছে। ইডেন গার্ডেন এবং লাগোয়া এলাকাকে পাঁচটি জোনে ভাগ করা হয়েছে। প্রত্যেক ভাগের দায়িত্বে একজন করে এসিপি পদমর্যাদার অফিসারকে রাখা হবে। মহিলাদের নিরাপত্তার স্বার্থে থাকবে কলকাতা পুলিশের উইনার্স টিম।

    এদিকে এই ম্যাচের জন্য নিরাপত্তায় ওয়াচ টাওয়ার ও ড্রোনের মাধ্যমে লালবাজার হেড কোয়ার্টারের চলবে নজরদারি। ইডেন গার্ডেন লাগোয়া এলাকায় ৩৫০০ সিসিটিভি বসেছে। কন্ট্রোল রুম করা হয়েছে লালবাজারে। ইডেনের প্রত্যেক গেটে সাদা পোশাকে পুলিশ থাকবে। ডিসি নর্থ, ডিসি পোর্ট এবং ডিসি সেন্ট্রাল পৃথক জায়গায় মোতায়েন থাকবেন। ইডেনের একাধিক গেটে সব মিলিয়ে চারটি কুইক রেসপন্স টিম থাকবে। আর থাকবে এইচআরএফএস এবং র‍্যাফ। টিকিটের কালোবাজারি রুখতে বিশেষ দায়িত্বে থাকবে অ্যান্টি রাউডি স্কোয়াড। তার সঙ্গে এবার ইডেনে আইপিএল ম্যাচের দিনগুলিতে ট্রাফিক বিধিনিষেধ আরোপ করল কলকাতা পুলিশ। ২২ মার্চ, ৩ এপ্রিল, ২১ এপ্রিল, ২৬ এপ্রিল, ৪ মে, ৭ মে, ২৩ মে এবং ২৫ মে ম্যাচ আছে। ওই দিনগুলি ইডেন গার্ডেন এবং ময়দান এলাকার সমস্ত রাস্তায় বিকেল ৪টে থেকে রাত ১টা পর্যন্ত জন্য ভারী পণ্যবাহী গাড়ি চলাচল নিষিদ্ধ করা হয়েছে।


    অন্যদিকে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, তেমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। শুক্রবার থেকে শুরু হওয়া বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত। তার মধ্যেই হাওড়া থেকে সেন্ট জর্জ গেট হয়ে বড়বাজার এবং পোস্তা যাওয়া গাড়িগুলিকে যাতায়াতের অনুমতি দেওয়া হবে। ম্যাচের দিন বেলা ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত স্ট্র‌্যান্ড রোড এবং সেন্ট জর্জ রোড এলাকায় পণ্যবাহী গাড়ি পার্কিং, লোডিং এবং আন লোডিং সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। একইসঙ্গে অকল্যান্ড রোড, ক্ষুদিরাম বসু সরণী, নর্থ ব্রুক অ্যাভেনিউ এবং গোষ্ঠ পাল সরণিতে ম্যাচের দিন বেলা ১২টা থেকে রাত ১টা পর্যন্ত সব চার চাকা এবং দু’‌চাকা গাড়ির যাতায়াত নিষিদ্ধ।

    কলকাতা ট্রাফিক বিভাগ সূত্রে খবর, আইপিএল ম্যাচের টিকিটের সঙ্গে দেওয়া নানা রঙের পার্কিং স্টিকার যুক্ত গাড়ি এই এলাকায় প্রবেশ এবং গাইডলাইন অনুয়ায়ী যাতায়াত ও প্রবেশ করতে পারবে। শহরের ৮টি রাস্তা আইপিএল ম্যাচের দিন সারাদিন নো পার্কিং জোন ঘোষিত হয়েছে। এগুলি হল—গোষ্ঠ পাল সরণী, ক্ষুদিরাম বসু রোড, গভর্মেন্ট প্লেস ইস্ট, রাণী রাসমণি অ্যাভিনিউ, ওল্ড কোর্ট হাউজ স্ট্রিট, ইন্দিরা গান্ধী সরণী এবং ডাফরিন রোড। বাসগুলি বিবাদী বাগ, রানী রাসমণি অ্যাভেনিউ, ওল্ড কোর্ট হাউজ স্ট্রিট, জওহরলাল নেহরু রোড, বেন্টিঙ্ক স্ট্রিট, মিশন রো, ম্যাঙ্গো লেন হয়ে ঘুরপথে যাতায়াত করবে।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)