এই সময়, পুরুলিয়া: সুনীতা উইলিয়ামসকে নিয়ে চর্চা এখনও অব্যাহত। সেই আবহেই মহাকাশ বিজ্ঞানের উপরে পাঠদান শুরু হলো পুরুলিয়া সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ে। কলকাতার সত্যেন্দ্রনাথ বোস ন্যাশন্যাল সেন্টার ফর বেসিক সায়েন্সেস-এর সঙ্গে যৌথ ভাবে এই পাঠ্যক্রম শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়ে। এক বছরের সার্টিফিকেট কোর্সে দু’টি সেমেস্টারে তা পড়ানো হবে।
গত জানুয়ারিতে পুরুলিয়ার গড়পঞ্চকোট পাহাড়ে পূর্ব তথা উত্তর–পূর্ব ভারতের একমাত্র মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্রের সূচনা হয়েছে। সত্যেন্দ্রনাথ বোস ন্যাশন্যাল সেন্টার ফর বেসিক সায়েন্সেস-এর উদ্যোগে পাহাড়ের ৬০০ মিটার উঁচুতে, ৪.৯ একর জমির উপরে এই কেন্দ্রটি গড়ে তোলা হয়। নামকরণও হয় সত্যেন্দ্রনাথ বসুর নামেই। এই কেন্দ্রের বিজ্ঞানী রামকৃষ্ণ দাস বলছেন, ‘উত্তর বা উত্তর-পূর্ব ভারতে এই কেন্দ্র গড়ে তোলার জন্য বিভিন্ন জায়গা দেখা হয়েছিল। সমস্ত কিছু খতিয়ে দেখার পরে পঞ্চকোট পাহাড়কে বেছে নেওয়া হয়। এখানে দূষণ এবং আর্দ্রতা অনেক কম। চারদিকে আলো নেই। মহাকাশ পর্যবেক্ষণের ক্ষেত্রে এই বিষয়গুলির বিশেষ গুরুত্ব রয়েছে।’ তিনি আরও জানান, এই পর্যবেক্ষণ কেন্দ্রে এখন ১২ ইঞ্চি ও ্১৪ ইঞ্চি ব্যসের দু’টি টেলিস্কোপ বসানো হয়েছে।
দু’টি সেমেস্টারে সার্টিফিকেট কোর্স পড়ানো হচ্ছে। প্রথমটি জানুয়ারি-মে পর্যন্ত, দ্বিতীয়টি হবে জুন থেকে ডিসেম্বর পর্যন্ত। থিয়োরি ক্লাস হবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, প্র্যাকটিক্যাল ক্লাস গড়পঞ্চকোট পাহাড়ের এই কেন্দ্রে। মহাকাশ বিজ্ঞান সম্পর্কে প্রাথমিক পাঠ দেওয়া হবে পড়ুয়াদের। মহাকাশ বিষয়ে সাধারণ জ্ঞানের পাশাপাশি মহাকাশ গবেষণার জন্য যে সমস্ত তথ্যের প্রয়োজন হয়, তা কী ভাবে সংগৃহীত হয়, ছায়াপথ সম্পর্কিত বিভিন্ন তথ্য কীভাবে জানা যায়, তা শেখানো হবে। এখনও পর্যন্ত মোট ৩০টি আসন রয়েছে।
জানা গিয়েছে, সত্যেন্দ্রনাথ বোস ন্যাশন্যাল সেন্টার ফর বেসিক সায়েন্সেস-এর বিজ্ঞানী, প্রেসিডেন্সি কলেজ ও সিধো-কানহো-বীরসা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা এই পাঠদানে যুক্ত রয়েছেন।