• বোলপুরে নিজের ডাকা কোর কমিটির বৈঠকেই নেই অনুব্রত, কাজল শেখের মন্তব্য ঘিরে জল্পনা...
    ২৪ ঘন্টা | ২৩ মার্চ ২০২৫
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জেল থেকে অনুব্রত মণ্ডল ফেরার পর প্রশ্ন উঠেছিল বীরভূমের সম্পূর্ণ দায়িত্বে কি অনুব্রতই? তা শেষপর্য়ন্ত হয়নি। তবে দল চালনার জন্য বীরভূমে যে কোর কমিটি তৈরি করে দেওয়া হয়েছিল তার চেয়ারপার্সন করা হয়েছিল অনুব্রত মণ্ডলকেই। কিন্তু এতটা গুরুত্বপূর্ণ পদে থেকেও কোর কমিটির বৈঠকে দেখা মিলল না অনুব্রত মণ্ডলের।

    দীর্ঘদিন পর আজ শনিবার বোলপুরের তৃণমূল কার্যালয়ে বসেছিল বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির বৈঠক। সেই বৈঠকে ছিলেন না অনুব্রত মণ্ডল। সূত্রের খবর, কোর কমিটির বৈঠক চলাকালীন মহম্মদবাজারে একটি বৈঠকে ব্যাস্ত ছিলেন অনুব্রত মণ্ডল।

    কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায় চৌধুরী আগেই জানিয়েছিলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অনুব্রত মণ্ডলকে কোর কমিটির চেয়ারপারসন করা হয়েছে। কিন্তু এত গুরুত্বপূর্ণ একটি বৈঠকে তাঁর অনুপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে।

    শুধু অনুব্রত মণ্ডল নন, তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষও আজকের বৈঠকে অনুপস্থিত ছিলেন। অন্যদিকে, কোর কমিটির বৈধতা এবং বৈঠক না হওয়া নিয়ে আগেই প্রশ্ন তুলেছিলেন দলের আরেক শীর্ষ নেতা কাজল শেখ। তিনি দাবি করেছিলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশ থাকা সত্ত্বেও এতদিন কোর কমিটির বৈঠক ডাকা হচ্ছিল না, আর এর পিছনে কোনও "অদৃশ্য শক্তির" হাত রয়েছে কিনা, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছিলেন তিনি।

    অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে কোর কমিটির আজকের বৈঠক থেকে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় কিনা, তা এখন দেখার বিষয়। তবে তাঁর এই গরহাজির থাকা ঘিরে বীরভূমের রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে।

    সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায় গত ২৭ ফেব্রুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডলকে নির্দেশ দিয়েছিলেন সবাইকে নিয়েই চলতে হবে। মনে করা হচ্ছে আজকের বৈঠকে ভূতুড়ে ভোটার নিয়ে কথা হতে পারে। ওই বৈঠক ডেকেছিলেন অনুব্রত মণ্ডল নিজেই। আর তাতেই তিনি অনুপস্থিত। কেন বৈঠকে যায়নি তা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। দলীয় সূত্রে খবর, দেউচা পাঁচামিতে একটি বৈঠকে রয়েছেন। তবে কাজল শেখ বলেছেন, কে কী জন্য বৈঠকে উপস্থিতি ছিল তা তার বিষয়। দেউচা পাঁচামি নিয়ে যে বৈঠক ডাকা হয়েছে তা কলকাতার বেলেঘাটায়। সেখানে আছেন আমাদের আইএএস পি বি সেলিম সাহেব। বীরভূমের এসপি, ডিএম। দেউাচা পাঁচামির জমিদাতারা কলকাতায় উপস্থিত রয়েছেন। দেউটা পাঁচামিতে দলের কোনও বৈঠক আছে বলে আমার মনে হয় না। প্রসঙ্গত, কাজল শেখের মন্তব্য ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক জল্পনা।

  • Link to this news (২৪ ঘন্টা)