• স্থগিত শাহী সফর, মার্চের শেষে শহরে আসছেন না অমিত শাহ
    প্রতিদিন | ২৩ মার্চ ২০২৫
  • রূপায়ণ গঙ্গোপাধ্যায়: আপাতত স্থগিত হল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বঙ্গ সফর। চলতি মাসের শেষেই বাংলায় অমিত শাহ আসবেন। সেই কথা বঙ্গ বিজেপির তরফে জানানো হয়েছিল। আজ শনিবার জানিয়ে দেওয়া হল, তিনি মার্চের শেষে বাংলার আসছেন না। কিন্তু কেন আসছেন না অমিত শাহ?

    এর আগে জানা গিয়েছিল, চলতি মাসের ২৯ তারিখ রাতে অমিত শাহ আসছেন। সাংগঠনিক একাধিক বৈঠক করবেন তিনি। আর সেই কর্মসূচি ঘিরে বঙ্গ বিজেপির অন্দরেও তোড়জোড় শুরু হয়ে যায়। কিন্তু এদিন জানানো হয়, অমিত শাহের সেই সূচি আপাতত স্থগিত করা হয়েছে। জানা গিয়েছে, ৩১ মার্চ খুশির ইদ রয়েছে। সে কারণেই সম্মান জানিয়ে তিনি কোনও রাজনৈতিক কর্মসূচি রাখছেন না।

    এদিন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই মুহূর্তে আসছেন না। এরপর কবে তিনি বঙ্গ সফরে আসবেন? সেই বিষয়ে এখনই কিছু জানা যায়নি। ঠিক এক বছর পরে রাজ্যে বিধানসভা ভোট। বিজেপির একাধিক কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যে সফরে আসবেন। অমিত শাহও আসবেন। এমনই জানিয়েছেন তিনি। গত ১৬ তারিখ রবিবার বঙ্গ বিজেপির তরফে সল্টলেকে কোর কমিটির বৈঠক বসেছিল। রাজ্যে দলের ব্যাটন আগামী দিনে কার হাতে থাকবে? তাই নিয়ে জোর চর্চা চলছে। দলের পরবর্তী রাজ্য সভাপতি কে হবেন? তাই নিয়ে গুঞ্জন হচ্ছে। সেদিনই জানা যায়, এবার রাজ্যে আসছেন কেন্দ্রীয় নেতা অমিত শাহ। চলতি মাসের শেষ দিকে রাতে অমিত শাহ কলকাতা আসবেন বলে প্রাথমিক খবর।

    আগামী ২৯ মার্চ রাতে অমিত শাহ রাজ্যে আসছেন। ৩০ তারিখ একদিনের সফরসূচিতে তিনি বাংলায় থাকবেন। সাংগঠনিক বৈঠক করবেন তিনি। বঙ্গ বিজেপির নেতাদের নিয়ে আলাদা করে বৈঠকও করতে পারেন তিনি। আগামী দিনের রুটম্যাপ কী হবে? ভোটের আগে কীভাবে গেরুয়া শিবির প্রস্তুতি নিচ্ছে? সেই বিষয়ও জেনে নিজের মতামত দেবেন শাহ। সেই কথাও অনুমান করা হয়েছিল। আগামী দিনে বিজেপির রাজ্য সভাপতি কে হবে? সেই বিষয়েও নিশ্চিত হতে পারে। সেই গুঞ্জনও উঠেছিল।

    উল্লেখ্য, এর আগে জানুয়ারি মাসে অমিত শাহের রাজ্যে আসার কথা ছিল। পরে সেই কর্মসূচিও বাতিল হয়েছিল।
  • Link to this news (প্রতিদিন)