মার্চে বঙ্গে আসছেন না অমিত শাহ, নতুন করে সফরসূচি স্থির করবে দল, দাবি সূত্রের
হিন্দুস্তান টাইমস | ২৩ মার্চ ২০২৫
চলতি মার্চ মাসে আর বঙ্গ সফরে আসছেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির অন্যতম শীর্ষ নেতা অমিত শাহ। তাঁর সেই সফর পিছিয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, শাহের বঙ্গ সফর পিছিয়ে দেওয়ার কারণ সম্পর্কে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা এখনও পর্যন্ত অন্তত করা হয়নি। তবে, এর সম্ভাব্য কারণ ইদ হতে পারে বলে অনুমান করা হচ্ছে।
কেন বলা হচ্ছে একথা? একথা বলার কারণ হল - আগামী ২৯ মার্চ বাংলায় আসার কথা ছিল অমিত শাহের। ঠিক ছিল, ওই দিন রাজ্য়ে পৌঁছানোর পরের দিন - অর্থাৎ - আগামী ৩০ মার্চ দিনভর একের পর এক কর্মসূচি সারবেন অমিত শাহ। তবে, এই সমস্ত কর্মসূচির সবটাই ছিল দলীয় এবং সাংগঠনিক। তিনি কোনও প্রকাশ্য সভা বা সমাবেশ করবেন বলে শোনা যায়নি।
সূত্রের দাবি ছিল, আগামী ৩০ মার্চ সারাদিন দলের বিভিন্ন স্তরের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন শাহ। কথা হবে সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে। কিন্তু, পরে হিসাব কষে দেখা যায় - আগামী ২৯ অথবা ৩০ মার্চই আকাশে ইদের চাঁদ দেখা দিতে পারে। ফলত, বহু মানুষ উৎসবে মেতে থাকবে। খুব সম্ভবত সেই কারণেই অমিত শাহের বঙ্গ সফর পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
শোনা যাচ্ছে, মার্চের বদলে আগামী এপ্রিল - অর্থাৎ - পরের মাসেই পশ্চিমবঙ্গে আসতে পারেন অমিত শাহ। কিন্তু, সেটা যদি হয়ও, তাহলেও এখনও সেই শাহী সফরের দিনক্ষণ স্থির করা হয়নি। সূত্রের দাবি, তা নিয়ে দলের অন্দরে আলোচনা চলছে।
দলীয় সূত্র উদ্ধৃত করে বিভিন্ন সংবাদমাধ্যমে এও দাবি করা হচ্ছে যে, অমিত শাহ বাংলায় আসার আগেই নতুন বিজেপি রাজ্য সভাপতির নির্বাচন সেরে ফেলতে চাইছে সংশ্লিষ্ট নেতৃত্ব। এর কারণ হল - সেক্ষেত্রে অমিত শাহ রাজ্য়ে এসে নয়া সভাপতির সঙ্গে প্রয়োজনীয় আলাপ-আলোচনাগুলি করতে পারবেন। কিন্তু, এখনও পর্যন্ত অন্তত নতুন বিজেপি রাজ্য সভাপতি কে হবেন, সেই সম্পর্কে দলের পক্ষ থেকে তেমন কোনও বার্তা বা ইঙ্গিত পাওয়া যায়নি।
প্রসঙ্গত, বিজেপির বর্তমান সাংগঠনিক নীতি অনুসারে, এক ব্যক্তি কেবলমাত্র যেকোনও একটি পদেই থাকতে পারবেন। এদিকে, বর্তমান বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বর্তমানে কেন্দ্রে মোদী সরকারের রাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে, রাজ্য বিজেপির সভাপতি পদেও তাঁর প্রথম দফার মেয়াদ শেষ হয়ে গিয়েছে। এই প্রেক্ষাপটে তাঁর বদলে অন্য কেউই রাজ্যের পরবর্তী বিজেপি সভাপতি হতে পারেন বলে মনে করা হচ্ছে। কিন্তু, সেই প্রক্রিয়া কত দূর এগিয়েছে, সেটাও স্পষ্ট নয়।
এই প্রেক্ষাপটে অমিত শাহ যদি আগামী মাসে বঙ্গ সফরে আসেন, তাহলে কি তার আগেই সুকান্তর উত্তরসূরিকে বেছে নেওয়া হবে? এই প্রশ্নের উত্তর শীঘ্রই পাওয়া যাবে বলে আশা করছে সংশ্লিষ্ট মহল।