‘কোনও অসুবিধা হলে দেখে নেব’, বাংলাকে আশ্বস্ত করে লন্ডনের পথে মমতা, ‘গর্বিত’ বোস!
হিন্দুস্তান টাইমস | ২৩ মার্চ ২০২৫
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য 'গর্বিত' বোধ করছেন বাংলার রাজ্যপাল সি ভি আনন্দ বোস। শনিবার বণিক সভার একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে, রাজ্যের প্রশাসনিক প্রধান সম্পর্কে একথা নিজমুখেই বলেছেন রাজ্যের সাংবিধানিক প্রধান। তিনি দ্ব্যর্থহীন ভাষায় বলেন, বিলেতের নামজাদা শিক্ষা প্রতিষ্ঠানে বক্তৃতা দেবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা। সেই রাজ্যের সাংবিধানিক প্রধান হিসাবে এটা তাঁর কাছে গর্বের বিষয়।
খুব স্বাভাবিকভাবেই বোসের এই মন্তব্য নিয়ে ইতিমধ্যেই কাটাছেঁড়া, শোরগোল শুরু হয়ে গিয়েছে। কারণ, গত বেশ কয়েক বছর ধরে রাজভবনের সঙ্গে নবান্নের সম্পর্ক বিশেষ ভালো যাচ্ছে না। বর্তমান রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সময়টাও তার ব্যতিক্রম নয়। তিনি দায়িত্বভার গ্রহণ করার প্রথম দিকে দুই পক্ষের মধ্য়ে সম্পর্ক মধুর থাকলেও ক্রমে তিক্ততা চরমে ওঠে। সেখানে মমতার লন্ডন সফর নিয়ে বোসের এহেন মন্তব্য নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।
বস্তুত, বোস তাঁর এদিনে মন্তব্যে অতীতের সমস্ত তিক্ততা ভুলে রাজ্যের উন্নয়নে পাশে থাকারই বার্তা দিয়েছেন। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে অন্তত এমনটাই সামনে এসেছে। বোসের মতে, মুখ্যমন্ত্রীর এই বিলেত সফর বাংলার বড় সাফল্য।
এদিকে, গতকালই লন্ডনের হিথরো বিমানবন্দরে আগুন লেগে যায়। যার জেরে সমস্ত পরিষেবা বন্ধ হয়ে যায়। সেই পরিষেবা ফের চালু হলেও বেশ কয়েক ঘণ্টা পিছিয়ে যায় মুখ্যমন্ত্রীর সফর। আগে ঠিক ছিল, শনিবার সকালেই দমদম বিমানবন্দর থেকে রওনা দেবেন মমতা ও তাঁর সফরসঙ্গীরা। কিন্তু, আপতকালীন পরিস্থিতির জেরে ঠিক হয়, সকালে নয়, শনিবার সন্ধেয় কলকাতার মাটি ছাড়বে মমতাদের বিমান।
সেই মতো এদিন সন্ধ্যায় নির্দিষ্ট সময় দমদম বিমানবন্দরে পৌঁছে যান মমতা। যাওয়ার আগে রাজ্যবাসীর উদ্দেশে ভালো থাকার বার্তা দিয়ে যান তিনি। জানান, সফরে সময়ের কাটছাঁট করতে হওয়ায় তাড়াহুড়ো একটু বেড়ে গেল। যদিও এখনও পর্যন্ত যা খবর - মমতার ঘোষিত কর্মসূচিগুলিতে কোনও বদল আনা হয়নি।
এদিন সন্ধেয় দমদম বিমানবন্দরে পৌঁছানোর পর মমতা যখন তাঁর ছোট্ট বক্তব্য শেষ করে বিমানবন্দরের ভিতরে ঢুকছেন, তখন কোনও এক সাংবাদিক চেঁচিয়ে রাজ্যপালের এদিনের মন্তব্য প্রসঙ্গে তাঁর মতামত জানতে চান। কিন্তু, মমতার কান পর্যন্ত সেই প্রশ্ন পৌঁছেছিল কিনা সেটা স্পষ্ট নয়। কারণ, তিনি কোনও দিকে খেয়াল না করেই সোজা ভিতরে ঢুকে যান।
সূত্রের দাবি, অক্সফোর্ড-সহ লন্ডনের তিনটি কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেখানকার পড়ুয়ারা মমতার দীর্ঘ রাজনৈতিক জীবন ও তাঁর অভিজ্ঞতা সম্পর্কে জানতে আগ্রহী। এছাড়াও, মমতার আমলে বাংলায় যেসমস্ত উন্নয়নমূলক কাজগুলি হয়েছে, সেই সম্পর্কেও মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাওয়া হবে বলে দাবি সংশ্লিষ্ট মহলের।