• পিপিপি মডেলে কলকাতায় এবার নার্সিং ও প্যারা মেডিকেল ট্রেনিং স্কুল
    দৈনিক স্টেটসম্যান | ২৩ মার্চ ২০২৫
  • কলকাতা শহরের স্বাস্থ্য পরিকাঠামো আরও মজবুত করতে এবার বড় পদক্ষেপ নিয়েছে কলকাতা পুরসভা। স্বাস্থ্যক্ষেত্রে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের পরিবর্তে নিজেদের প্রশিক্ষিত কর্মী চাইছে পুরসভা। তাই পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলে মডেলে তৈরি করতে চলেছে প্যারা মেডিকেল ও নার্সিং ট্রেনিং স্কুল ।

    প্রথম দফায় চালু হবে নার্সিং ট্রেনিং স্কুল এবং দ্বিতীয় দফায় প্যারা মেডিক্যাল ট্রেনিং স্কুল শুরু হবে। মেয়র ফিরহাদ হাকিমের ওয়ার্ড চেতলার সব্জি বাগানে কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে গড়ে উঠবে এই ট্রেনিং স্কুল। প্রথম পর্যায়ে নার্সিং ট্রেনিং স্কুল চালু করা হবে, যেখানে ৬০টি আসন থাকবে বলে জানা গিয়েছে। এর মধ্যে ২০টি আসন কলকাতা পুরসভার জন্য সংরক্ষিত, বাকি ৪০টি আসনে ভর্তি নেবে বেসরকারি সংস্থা। পুরসভার সংরক্ষিত ২০টি আসনে শহরের আর্থিক ভাবে দুর্বল কিন্তু মেধাবী ছাত্র-ছাত্রীদের ভর্তি নেওয়া হবে। এর জন্য জয়েন্টএন্ট্রান্স টেস্টে উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক।

    পুরসভার সংরক্ষিত আসনে সুযোগ পাওয়া পড়ুয়াদের পড়াশোনার সমস্ত খরচ বহন করবে কলকাতা পুরসভা। তবে থাকা ও খাওয়ার খরচ বহন করতে হবে নিজেকেই। অন্যদিকে, বেসরকারি সংস্থা যে ৪০টি আসনে ভর্তি নেবে, সেই পড়ুয়াদের জন্য ফি নির্ধারণ করবে কলকাতা পুরসভা। ফলে বেসরকারি নার্সিং কলেজের মতো মোটা টাকা খরচ করতে হবে না। নার্সিং ট্রেনিং স্কুল চালুর পর দ্বিতীয় ধাপে চালু হবে প্যারা মেডিক্যাল ট্রেনিং স্কুল।
    এরপর পাঁচের পৃষ্ঠায়
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)