• দিলীপ ঘোষের বাড়ির সামনে বিক্ষোভ তৃণমূলের
    দৈনিক স্টেটসম্যান | ২৩ মার্চ ২০২৫
  • বাড়ি থেকে বের করে এনে মারার হুঁশিয়ারি দিয়েছিলেন দিলীপ ঘোষ। এবার তাঁর বাড়ির সামনেই ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে হাজির তৃণমূল নেতা কর্মীরা। তাঁদের দাবি কুরুচিকর মন্তব্যের জন্য গ্রেপ্তার করতে হবে দিলীপ ঘোষকে। সম্প্রতি , রাস্তা উদ্বোধন করতে গিয়ে দিলীপ ঘোষের সঙ্গে এক মহিলার উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল। তাই নিয়ে শোরগোল শুরু হয় রাজনৈতিক মহলে। ক্ষমা চাওয়া তো দূর, নিজের কথায় অটল রয়েছেন দিলীপ।

    শনিবার সকালে খড়্গপুরে তিনি মন্তব্য করেন, ‘হেডলাইন করতে পারেন, এরপর যদি ওরা বাড়াবাড়ি করে তাহলে হয় ওদের বাড়ি থেকে বের করে মারব নয়তো চৌরাস্তায় দাঁড় করিয়ে মারব।’ এরপরই খড়গপুরে দিলীপ ঘোষের বাড়ির সামনে বিক্ষোভ মিছিলে সামিল হন একাধিক তৃণমূল নেতা। তাঁদের বক্তব্য, বাড়ি থেকে বের করতে হবে না। তাঁরা নিজেরাই এসেছেন। ‘এসেছি, মারুন’ বলে স্লোগান তুলেছেন তাঁরা। পরিস্থিতি সামলাতে হাজির হয়েছিল বড় পুলিশবাহিনী।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)