পানশালার চাকরিতে মহিলাদের যাতে নিয়োগ করা যায়, সে জন্য বিধানসভার সদ্যসমাপ্ত বাজেট অধিবেশনে বিল পাশ হয়েছে। রাজ্যের এই আবগারি নীতির বিরুদ্ধে শনিবার বিজেপির কর্মসূচি ঘিরে অশান্তি বাধল কলকাতায়। মহিলাদের কাজে নিয়োগের বিরোধিতা নয়, বরং রাজ্যে তাঁদের নিরাপত্তার হাল নিয়েই তাঁরা সরব হচ্ছেন বলে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার-সহ অন্যেরা। তৃণমূল কংগ্রেস পাল্টা মহিলাদের উন্নয়নের কথা বলে বিজেপির উদ্দেশে তোপ দেগেছে। ঘটনাচক্রে, আইপিএল-এর উদ্বোধনের দিন বিজেপির এই কর্মসূচিকে কেন্দ্র করে শহরে ব্যস্ত সময়ে যানজট হয়।
দলের ডাকে কলেজ স্কোয়্যার থেকে বৌবাজারে আবগারি দফতর পর্যন্ত প্রতিবাদ মিছিলে যোগ দেন নেতা-কর্মীরা। ছিলেন সুকান্ত, দলের সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পাল, মহিলা মোর্চার রাজ্য সভাপতি ফাল্গুনী পাত্র, রূপা গঙ্গোপাধ্যায়, তাপস রায়, সজল ঘোষ, মীনাদেবী পুরোহিত, তমোঘ্ন ঘোষ, অনুপম ভট্টাচার্য প্রমুখ। বি বি গাঙ্গুলি স্ট্রিটে মিছিল পৌঁছতেই ব্যারিকেড দিয়ে রাস্তা আটকায় পুলিশ। অগ্নিমিত্রা, রূপারা কর্মীদের নিয়ে ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাধে।
বিজেপির মহিলা কর্মীরা রাস্তায় বসে বিক্ষোভ দেখিয়েছেন। একটি মালবাহী যানের উপরে উঠে কর্মীদের শান্ত করার চেষ্টা করেন সুকান্ত। তার পরেই আর জি কর-কাণ্ডের সূত্রে তিনি বলেছেন, “এক জন পুরুষ যা করতে পারেন, এক জন নারীও তা-ই করতে পারেন। কাজ নিয়ে আপত্তি নয়। প্রশ্নটা নিরাপত্তা নিয়ে। সরকারি হাসপাতালে কর্মরত চিকিৎসকের নিরাপত্তা যে রাজ্য দিতে পারে না, সেখানে পানশালায় মহিলাদের কাজ করতে ডাকতে পারে কি?” রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে নারী নিরাপত্তায় পুলিশের বিশেষ বাহিনী তৈরি হবে বলেও জানিয়েছেন সুকান্ত। অগ্নিমিত্রার বক্তব্য, “পুলিশ নারী নিরাপত্তা দিতে পারে না। আর নিরাপত্তার দাবিতে মিছিল করলে মহিলাদের উপরে আক্রমণ করে।”
পানশালায় নিয়োগ সংক্রান্ত বিল বিধানসভায় পেশ করতে গিয়ে রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছিলেন, ‘সরকার নারী-পুরুষের মধ্যে বৈষম্যের জায়গা রাখতে চায় না।’ এই সূত্র ধরেই বিজেপির কর্মসূচিকে কটাক্ষ করেছে শাসক দল। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের বক্তব্য, “সব কিছুর প্রশাসনিক দিক রয়েছে। বাংলায় মহিলাদের স্বাধীনতা, উন্নয়ন কী ভাবে হয়, মমতা বন্দ্যোপাধ্যায় তা দেখিয়ে দিয়েছেন। এগুলো ওঁদের ভাবতে হবে না। দিলীপ ঘোষেরা মহিলাদের সম্পর্কে যা মন্তব্য করেন, মহিলা মোর্চা তার সমালোচনা করে না কেন?”