• ঘর নিয়ে বিবাদে রক্তারক্তি কাণ্ড, সাতসকালে ভাই এবং ভাইপোকে কুপিয়ে খুনের চেষ্টা যুবকের ...
    আজকাল | ২৩ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: ঘর তৈরি করাকে কেন্দ্র করে পারিবারিক বিবাদের জেরে নিজের ভাই এবং ভাইপোকে কুপিয়ে খুন করার চেষ্টার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে মুর্শিদাবাদে রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত নবাব জায়গীর এলাকায়। 

    আহত দুই ব্যক্তির নাম, রহমত শেখ ও আব্দুল বারিক। বর্তমানে তাঁরা জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিজেদের পৈতৃক বাড়ির ছাদে নতুন করে একটি ঘর তৈরি করাকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে নবাব জায়গীর এলাকার বাসিন্দা জনৈক ফারুক শেখের সঙ্গে তাঁর ভাই এবং ভাইয়ের পরিবারের বাকি সদস্যদের বিবাদ চলছিল। 

    শনিবার সকাল থেকে ফারুক নতুন করে ওই বাড়ির ছাদে একটি ঘর তৈরি করার কাজ শুরু করলে তাঁর ভাই এবং ভাইপোরা সেই কাজে বাধা দেন। এই ঘটনাকে কেন্দ্র করে গতকাল দুই পরিবারের মধ্যে অশান্তিও হয়। ফারুকের বৌদি ফুলেরা বিবি অভিযোগ করেন, 'আমাদের শরিকি বাড়িতে হঠাৎ করেই ফারুক একটি নতুন ঘর তৈরি করতে শুরু করেছে। আমার ছেলে এবং স্বামী সেই ঘর তৈরিতে বারণ করলেও ফারুক শুনছিল না। গতকালকে এই ঘটনাকে কেন্দ্র করে অশান্তিও হয়। গতকালের ঘটনার জেরে আজ সকালে হঠাৎই ফারুক আমার ছেলে এবং স্বামীর উপর হাতুড়ি এবং চাকু দিয়ে হামলা করে।' 

    রক্তাক্ত অবস্থায় বাবা এবং ছেলে লুটিয়ে পরলে প্রতিবেশীরা ঘটনার খবর পেয়ে তাঁদেরকে উদ্ধার করে জঙ্গিপুর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। রঘুনাথগঞ্জ থানার এক আধিকারিক জানিয়েছেন, ঘটনার খবর তাঁরা পেয়েছেন। তবে পরিবারের তরফ থেকে এখনও কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। পুলিশ গোটা বিষয়টি তদন্ত করে দেখছে।
  • Link to this news (আজকাল)