পানীয় জল থেকেই বিপত্তি! ডায়রিয়ায় আক্রান্ত ৫০, কামারহাটিতে ফের আতঙ্ক ...
আজকাল | ২৩ মার্চ ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: পানীয় জল খেয়ে অসুস্থ কামারহাটি পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা। ইতিমধ্যেই বেশ কয়েকজন সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। পানীয় জল ব্যবহারে সর্তকতা জারি করে গতকাল, শনিবার থেকে টোটো করে প্রচারে নেমেছেন তৃণমূল কাউন্সিলর নির্মলা রাই।
পুরসভার পক্ষ থেকে পানীয় জল পরীক্ষা করার প্রক্রিয়া শুরু হয়েছে। পানীয় জল থেকেই বাসিন্দারা অসুস্থ হচ্ছেন কিনা এখনও পর্যন্ত নিশ্চিত নয় কামারহাটি পুরসভা। জানা গেছে, গোটা অঞ্চল জুড়ে ৫০ জন মানুষ আক্রান্ত হয়েছেন ডায়রিয়ায়।
এলাকার মানুষের দীর্ঘদিনের অভিযোগ পানীয় জল দিয়ে। ড্রেনের পাশে পানীয় জলের কল থাকায় ড্রেনের জল পাইপে ঢুকে যাচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীদের। গরম সবে পড়তে শুরু করেছে। বর্ষাকালে আরও দুর্বিষহ পরিস্থিতি হয়। এ অবস্থায় আবারও কাউন্সিলরের কাছে অভিযোগ জানিয়েছেন স্থানীয়রা।