• সন্ধে হলেই ঢুকছিল এলাকায়, ছাগলের টোপ দিয়ে খাঁচাবন্দি চিতাবাঘ ...
    আজকাল | ২৩ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: উত্তর থেকে দক্ষিণ বঙ্গ, গত কয়েকমাসে বন থেকে বাঘ বেরিয়ে আসার ঘটনা প্রকাশ্যে এসেছে। সামনে এসেছে উইসব এলাকার বাসিন্দাদের আতঙ্কও। 

    এবার ডুয়ার্সে ফের খাঁচাবন্দি চিতাবাঘ। রবিবার সাতসকালে ডুয়ার্সের মেটেলি ব্লকের পাদ্রি কুঠি এলাকায় বন দপ্তরের পাতা খাঁচায় খাঁচাবন্দি হল পূর্ণ বয়স্ক চিতাবাঘ। 

    জানা গিয়েছে, কিছুদিন ধরেই ওই এলাকায় লাগাতার চিতা বাঘ আসছিল। সন্ধের পরেই সংলগ্ন এলাকায় এসে বাড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছিল ছাগল, শুকর। বেশ কিছুদিন  আগে ছাগলের টোপ দিয়ে খাঁচা বসানো হয়েছিল। 

    এদিন ভোরে স্থানীয়রা ওই এলাকায় চিতা বাঘের গর্জন শুনতে পায়। কাছে গিয়ে দেখে একটি চিতাবাঘ খাঁচার ভেতরে ছোটাছুটি করছে। খবর ছড়াতেই বহু মানুষের ভিড় হয় এলাকায়। খবর দেওয়া হয় বনদপ্তরে । খুনিয়া স্কোয়াডের বনর্কর্মীরা এসে খাঁচা-সহ চিতাবাঘটি উদ্ধার করে নিয়ে যায়। বনদপ্তর সূত্রে খবর, খাঁচার ভেতর ছোটাছুটির কারণে চিতাবাঘটি আহত হয়েছে। স্বাস্থ্য পরীক্ষার পর চিতাবাঘটিকে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
  • Link to this news (আজকাল)