• ইদের ছুটিতে বাড়ি ফেরা হল না, মালদহে দুর্ঘটনায় মৃত তিন
    দৈনিক স্টেটসম্যান | ২৩ মার্চ ২০২৫
  • মালদহের বৈষ্ণবনগরে পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিন বন্ধুর। তাঁরা একটি বাইকে করে ফিরছিলেন। সেই সময় ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় বাইকটির। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের জন্য পাঠানো হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, সম্ভবত বাইকটি নিয়ন্ত্রণ হারায়। সেই কারণেই এই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম সাবির আলম, রমজান শেখ,ও সাদিকাতুল ইসলাম। তাঁরা প্রত্যেকেই মোথাবাড়ি থানা এলাকার মেহেরপুরের বাসিন্দা। তাঁদের মধ্যে সাবির পরিযায়ী শ্রমিক। কাজের জন্য তিনি গিয়েছিলেন কেরলে। ইদের ছুটিতে বাড়ি ফিরছিলেন তিনি। তিন দিন আগেই ট্রেনে চাপেন। সাবিরকে আনতে গিয়েছিলেন দুই বন্ধু। ফরাক্কা থেকে জাতীয় সড়ক ধরে বাইকে চেপে মালদহে ফিরছিলেন তাঁরা।

    বৈষ্ণবনগর থানা এলাকার ১৮ মাইলের কাছে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাইকটির। ধাক্কার অভিঘাতে রাস্তায় ছিটকে পড়েন তিনবন্ধু। রক্তে ভেসে যায় আশপাশ। এই ঘটনার জেরে ইদের আগেই শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। পুলিশের প্রাথমিক অনুমান, বাইকটি নিয়ন্ত্রণ হারানোর ফলে এই দুর্ঘটনা ঘটেছে। আসল কারণ জানতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)