• বেরোল মিথেন গ্যাস, ফেটে গেল ঘর! বেলগাছিয়া-বিপর্যয়ে শুরু রাজনৈতিক তরজা...
    ২৪ ঘন্টা | ২৩ মার্চ ২০২৫
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত বৃহস্পতিবার হাওড়ার বেলগাছিয়া ভাগাড়ে ধ্বস নামে। পরিস্থিতি এমন হয়ে যায় যেন একপ্রকার ছোটখাটো ভূমিকম্প। আশেপাশের বাড়িতে ফাটল ধরে যায়। জানা গিয়েছে, জলের লাইন কাজ চলছিল। সেখানেও ফাটল ধরে ফের ধ্বস নামে। যার ফলে এলাকায় জল নেই, বিদ্যুৎ নেই। একপ্রকার আতঙ্কে কাটাচ্ছেন এলাকাবাসী। 

    কিন্তু এলাকায় ছড়িয়েছে মিথেন গ্যাস। যেহেতু পাশেই ভাগাড় তাই স্থানীয়দের অভিযোগ মিথেন গ্যাস ছড়াচ্ছে এলাকায়। কিন্তু ইতিমধ্যেই কাজের গতিবেগ বাড়িয়েছে হাওড়া পুরসভা। যদিও ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। 

    রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) তিনি নিজের স্পেস এক্স হ্যান্ডেলে লেখেন, 'ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বিলাসবহুল বিদেশী সফরে সময় কাটাচ্ছেন, ঠিক তখনই হাওড়া বেলগাছিয়া এলাকার হাজার হাজার মানুষ ভূমি ধসে গৃহহীন হয়ে পড়েছে, যা তাঁর সচিবালয় নবান্ন থেকে মাত্র কিছুটা দূরে অবস্থিত। পুরো এলাকা ধসে পড়ছে, বহু বাড়ি বিধ্বস্ত হচ্ছে এবং এখন বিষাক্ত মিথেন গ্যাস পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে। পরিবারগুলো রাস্তায় বসবাস করছে, বেঁচে থাকার জন্য লড়াই করছে।' পাশাপাশি তিনি আরও জানান, 'এটি প্রথমবার নয়! বাংলার মানুষ এর আগেও এমন দুর্যোগের সম্মুখীন হয়েছে, কিন্তু মমতার জনগণবিরোধী সরকার কখনও এই বিপর্যয় থেকে রক্ষা পেতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়নি। কেন? কারণ তৃণমূল কংগ্রেসের দুর্নীতিগ্রস্ত নেতারা নিজেদের পকেট ভর্তি করতে ব্যস্ত ছিল সিন্ডিকেট টাকার মাধ্যমে! জনগণের জীবন বাঁচানোর বদলে তারা বেআইনি ব্যবসা চালাচ্ছিল এবং সরকারের টাকা লুটে নিচ্ছিল।'    

    পাশাপাশি কংগ্রেস নেতা এবং প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী (Adhir Ranjan Chowdhury) তিনি জানান, 'হাওড়া কর্পোরেশনে চুরি ছাড়া আর কিছুই হয় না, তাই এই বিপদ। এখনও পর্যন্ত কারোর মৃত্যু হয়নি এটাই আমাদের ভাগ্য ভালো। বাংলার মানুষ কবে বিস্ফোরণের হাত থেকে মুক্তি পাবে? এই ঘটনা কেন ঘটল? যাদের উচ্ছেদ হতে হল তাঁদের কী সরকার পুনর্বাসন দেবে'?

    যদিও পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে বেলগাছিয়া মোড়ে নতুন পাইপ লাইন বসানোর কাজ চলছে। একবার কাজ শেষ হলেই উত্তর হাওড়ার বাসিন্দারা পানীয় জল পাবেন।  হাওড়া পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী জানিয়েছেন, আপাতত এলাকার বাসিন্দাদের একটি অস্থায়ী শিবিরের বন্দোবস্ত করা হয়েছে। কিন্তু ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

  • Link to this news (২৪ ঘন্টা)