বিধান সরকার: 'এখন সময় নেই। আগামী দিনে কী হবে, বলতে পারছি না।' আবার সিনেমায় ফেরা নিয়ে এমনই মন্তব্য হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের। হুগলির সাংসদ রচনা বহুদিন সিনেমা থেকে দূরে রয়েছেন। যদিও এক সময়ে প্রসেনজিৎ ও তাঁর জুটি রীতিমতো হিট ছিল। ওড়িশার ছবিতে চুটিয়ে কাজ করেছেন। কাজ করেছেন হিন্দি ও দক্ষিণী ছবিতেও। কিন্তু এখন?
প্রসঙ্গত, তৃণমূল সাংসদ শতাব্দী রায় অনেক দিন পরে অভিনয় জগতে ফিরেছেন। মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া অভিনয় করছেন। ঘাটালের সাংসদ দেব তো রীতিমতো ব্যস্ত তাঁর সিনেমা নিয়ে। কিন্তু রচনা বন্দ্যোপাধ্যায়?
রচনা সাংসদ হওয়ার আগেই দীর্ঘ বিরতি নিয়েছিলেন সিনেমা থেকে। তারপর একটি জনপ্রিয় টেলিভিশন শো হোস্ট করছেন অবশ্য বহুদিনই হল। রাজনীতির বাইরে সেই কাজেই মূলত ব্যস্ত থাকেন এখন। আর সাংসদ হিসাবে ব্যস্ততা তো রয়েছেই।
আজ, রবিবার পোলবার পাউনানে এক রক্তদান শিবিরে যোগ দিতে এসে রচনা বন্দ্যোপাধ্যায়কে তাঁর আবার সিনেমায় ফেরা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এখন তাঁর হাতে সময় নেই। তবে, আগামী দিনে কী হবে, সেটা তিনি এখনই বলতে পারবেন না।
গত কয়েকদিন ধরে বিজেপির হিন্দুত্বের প্রচার সম্বন্ধে রচনা বলেন, 'আমরা বলি, সবার উপরে মানুষ সত্য, তার উপরে কিছু নেই। রক্তের কোনও ধর্ম হয় না। রক্তদান শিবিরে যাঁরা রক্ত দিচ্ছেন, তাঁদের কি ধর্ম দেখা হচ্ছে? বিজেপি-র কাছে কোনও দিনই কোনও ইস্যু ছিল না, এখনও নেই, আগামী দিনেও থাকবে না।'
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডন-সফরে বেরিয়েছেন। সেই প্রসঙ্গে রচনাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'দিদি যখন গিয়েছেন, তখন সাংঘাতিক একটা কিছু খবর হতে চলেছে। ফিঙ্গারস ক্রসড। আমরা পজিটিভ জিনিসে বিশ্বাস করি।'