• ভিনরাজ্য থেকে ঈদে বাড়ি ফিরছে ছেলে, তাকে আনতে গিয়ে ভয়ংকর দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের
    ২৪ ঘন্টা | ২৩ মার্চ ২০২৫
  • রণজয় সিংহ: সাতসকালে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৩ বন্ধুর। ঈদ উপলক্ষে ভিন রাজ্য থেকে আসা বন্ধুকে স্টেশন থেকে নিয়ে ফেরার পথেই এই দুর্ঘটনা ঘটে। মালদহের বৈষ্ণবনগর থানা এলাকার ১৮ মাইলের ঘটনা। মেহারপুরে জাতীয় সড়কে ওই দুর্ঘটনা ঘটে সকাল সাতটা নাগাদ।

    কেরালায় কাজ করতেন সাবির আলম। আজ সকালে তিনি কেরালা থেকে ফরাক্কায় ট্রেন থেকে নামেন। তাঁকে আনতে যান তার দুই বন্ধু। ফরাক্কা থেকে বাইকে চেপে মেহেরাপুর যাওয়ার পথে জাতীয় সড়কের ওপরেই আজ সকালে ঘটনাটি ঘটে। মৃত যুবকদের নাম সাবির আলম(২৪), রমজান শেখ(১৯) এবং সাদিকাতুল ইসলাম(২০)। তিনজনই মোথাবাড়ি থানা এলাকার মেহেরপুরের নতুনপুরের বাসিন্দা।

    ওই যুবকদের পরিবার সূত্রে খবর, সাবির পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করে। সেই সূত্রেই সে কেরলে কাজে গিয়েছিল। সামনেই ঈদ তাই গত তিনদিন আগে সে ট্রেনে চাপে বাড়ি ফেরার জন্য। আজ সকালে তার দুই বন্ধু একটি বাইক নিয়ে ফরাক্কা স্টেশন থেকে আনতে যায়। কিন্তু বাড়ি ফেরার পথে একটি লরি তাদের ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। ঘটনার জেরে ঈদের আগেই শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।

    নিহত সাবিরের আত্মীয় রিন্টু শেখ বলেন, কেরালা থেকে কাজ করে বাড়ি ফিরে আসছিল সাবির। ওদেরকে ফরাক্কা থেকে আনতে গিয়েছিল রমজান ও সাদিকাতুল। ফরাক্কা থেকে আসার সময় ঘটনাটা ঘটেছে। সকাল সাতটা নাগাদ ঘটনাটি ঘটেছে। আমরা আটটা নাগাদ খবর পেয়েছি। ওদের বাইকের সঙ্গে একটা ট্রাকের সংঘর্ষ হয়। তিনজনই ঘটনাস্থলে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়।

  • Link to this news (২৪ ঘন্টা)