• আইপিএলে ইডেনে ফি আসনে ৫০ টাকা কর নেবে কলকাতা পুরসভা! বাড়বে টিকিটের দাম?
    প্রতিদিন | ২৩ মার্চ ২০২৫
  • স্টাফ রিপোর্টার: আইপিএলে ইডেনে আসন পিছু ৫০ টাকা বিনোদন কর ধার্য করার প্রস্তাব? এই বিষয়ে কী বার্তা দিল কলকাতা পুরসভা? শনিবার পুরসভার মাসিক অধিবেশনে ৪৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রাক্তন সিএবি সম্পাদক বিশ্বরূপ দে এই প্রস্তাব আনেন। তিনি মাসিক অধিবেশনে প্রস্তাব রাখেন, আইপিএল একটি বিনোদনযুক্ত পেশাদার ক্রিকেট খেলা। শুধু তাই নয়, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অনেকটাই আর্থিকভাবে সমৃদ্ধ। যদিও এখন আসন পিছু ১৫ টাকা আদায় করে পুরসভা। সিএবি-র কাছে বহু টাকার বিনোদন কর বকেয়া রয়েছে। পুরসভাকে ম্যাচ চলাকালীন দর্শকের আসন পিছু অন্তত ৫০ টাকা বিনোদন কর ধার্য করা উচিত।

    প্রাক্তন সি এ বি কর্তার এই প্রস্তাবের জবাবে বিভাগীয় মেয়র পরিষদ দেবাশিস কুমার কাউন্সিলরের এই প্রস্তাব কার্যত খারিজ করে দেন। মেয়র পরিষদ বলেন, “বিশ্বরূপবাবু দীর্ঘদিন সিএবিতে ছিলেন। তখন যদি তিনি এই ব্যবস্থা করে যেতেন, তাহলে আজকে এই অবস্থা হত না। কলকাতা পুরসভার কমিশনার সিএবি-র সঙ্গে কথা বলছেন। মনে রাখতে হবে, ইডেনে খেলা হয়। আমরা এমন কোনও কাজ করতে পারি না যেটা মানুষকে আঘাত করে।”

    কলকাতা পুরসভা সূত্রে খবর, আচমকা আইপিএলের মতো জনপ্রিয় ক্রিকেট ম্যাচের আসন পিছু বিনোদন কর বাড়ানোর মতো কোনও পদক্ষেপ নিতে রাজি নয়। বরং বকেয়া কর নিয়ে পুর কমিশনার কয়েকদিন আগে সিএবি কর্তাদের সঙ্গে আলোচনা করেছেন। মেয়র পরিষদ সদস্য দেবাশিস কুমার বলেন, সিএবি আমাদের সাড়ে তিন হাজার ও ৫ হাজারের টিকিট দিয়েছিল। কিন্তু আমি সাহস পাইনি এই টিকিট কিনতে। উল্লেখ্য, কলকাতা পুরসভার বিধি অনুযায়ী ২০২৪-২৫ সালের বিনোদন করের যে তালিকা আছে সেই তালিকা অনুযায়ী ‘সি’ ক্যাটাগরিতে আউটডোর গেম শো তালিকা ক্ষেত্রে আসন পিছু ১৫ টাকা বিনোদন কর ধার্য করা আছে।
  • Link to this news (প্রতিদিন)