• টাকা দেবে না ভারত, বাংলাদেশে বাতিল হয়ে গেল ২টি রেল প্রকল্প
    হিন্দুস্তান টাইমস | ২৩ মার্চ ২০২৫
  • বাংলাদেশে লাগাতার হিন্দু নির্যাতন ও ভারতবিদ্বেষী প্রচারের মধ্যেই সেদেশে ৩টি রেল প্রকল্পে অর্থ বরাদ্দ প্রত্যাহার করল নয়া দিল্লি। বাংলাদেশের সংবাদমাধ্যমকে একথা জানিয়েছেন সেদেশের রেল মন্ত্রকের সচিব ফাহিমুল ইসলাম। এর ফলে তিনটি প্রকল্পেরই ভবিষ্যৎ কার্যত অন্ধকারে চলে গেল বলে মনে করা হচ্ছে। তবে কেন ভারত বরাদ্দ বাতিল করল সেব্যাপারে কিছু জানাতে পারেননি তিনি।




    বাংলাদেশে রেল যোগযোগের উন্নয়নসহ বিভিন্ন পরিকাঠামো উন্নয়নে সাহায্য করে ভারত। হাসিনা জমানায় বাংলাদেশের ৫টি রেল প্রকল্পে আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিল ভারত। কিন্তু হাসিনা পরবর্তী জমানায় যে ভাবে বাংলাদেশে প্রাতিষ্ঠানিকভাবে ভারতবিদ্বেষ ছড়ানো হচ্ছে তা নিয়ে উদ্বিগ্ন নয়া দিল্লি। এরই মধ্যে বাংলাদেশের ৩টি রেল প্রকল্প থেকে সরে এল ভারত। বাংলাদেশের সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে ঢাকায় ভারতীয় প্রতিনিধিদলের সঙ্গে সেদেশের রেল মন্ত্রকের আধিকারিকদের বৈঠকে জানানো হয়েছে, রংপুরের কাউনিয়া থেকে দিনাজপুরের পার্বতীপুর পর্যন্ত রেলপথ মিটার গেজ থেকে ডুয়াল গেজে উন্নীতকরণ। ২০১৮ সালে এই প্রকল্পে অর্থ সাহাজ্যের প্রতিশ্রুতি দেয় ভারত। কিন্তু ৭ বছরেও সেই প্রকল্পের কাজ শুরু করতে না পারায় নয়া দিল্লি আর্থিক সহায়তা করার সিদ্ধান্ত থেকে সরে এসেছে বলে জানা গিয়েছে। এর ফলে প্রকল্পটির পঞ্চত্বপ্রাপ্তি ঘটেছে।

    পাশাপাশি খুলনা থেকে দর্শনা পর্যন্ত ডাবল লাইন প্রকল্পেও আর্থিক সহায়তা করা হবে না বলে জানিয়ে দিয়েছে ভারত। এর জেরে প্রকল্পটি বাতিল করেছে বাংলাদেশের রেল মন্ত্রক। এছাড়া বগুড়া - সিরাজগঞ্জ ডুয়াল গেজ প্রকল্প থেকেও সরে এসেছে নয়া দিল্লি। তবে এই প্রকল্পটিকে এখনও বাতিল বলে ঘোষণা করেনি বাংলাদেশ রেল। প্রকল্পটির জন্য টাকা জোগাড় করতে বিভিন্ন দেশ বা সংস্থার সঙ্গে যোগাযোগ করছে সেদেশের সরকার। তবে ঢাকা - জয়দেবপুর ডুয়াল লাইন প্রকল্প ও কুলাউড়া - সাহাবাজপুর পরিকাঠামো উন্নয়নে টাকা দেবে ভারত। তবে ভারত সরকারের পক্ষে এব্যাপারে কিছু জানানো হয়নি।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)