• হাবড়ায় অর্ধনগ্ন অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির দেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়...
    আজকাল | ২৪ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক :  জলাশয়ের ধার থেকে এক ব্যাক্তির অর্ধনগ্ন দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়। রবিবার দুপুরে  হাবড়া পুরসভার ১৭ নাম্বার ওয়ার্ডর সুভাষপল্লী এলাকা থেকে দেহটি উদ্ধার করে হাবড়া থানার পুলিশ। খুন না আত্মহত্যা চিন্তায় পুলিশ। মৃত্যুর কারণ জানতে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। 

    স্থানীয়রা জানিয়েছেন,  সকালে তারা দেখতে পান জলাশয়ের পাশে অর্ধনগ্ন মৃত অবস্থায় এক ব্যাক্তি পড়ে রয়েছে। মৃতদেহের গায়ে গেঞ্জি থাকলেও নিম্ন অঙ্গে কোন বস্ত্র নেই। মুখে মুখে এই খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছাড়া এলাকায়। খবর দেওয়া হয় হাবড়া থানায়। খবর পেয়ে হাবরা থানার পুলিশ দেহটি উদ্ধার করে।  

    স্থানীয়দের দাবি, ওই ব্যক্তিকে আগে কখনও এলাকায় দেখা যায়নি। তারা চেনেন না। কীভাবে এখানে মৃতদেহ আসল তা নিয়ে চিন্তায় রয়েছেন তারা।পুলিশ সূত্রে খবর, খুন না আত্মহত্যা তা জানতে দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি খতিয়ে দেখা হচ্ছে ওই ব্যাক্তির পরিচয়।
  • Link to this news (আজকাল)