• ভিড় এড়াতে নয়া ব্যবস্থা, শিয়ালদা স্টেশনে এবার নয়া গেট, এইদিক দিয়ে এলে মিলবে বিশেষ সুবিধা...
    আজকাল | ২৪ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: যাত্রীদের সুবিধার্থে এবং স্টেশনে প্রবেশ ও বেরোনোর রাস্তায় ভিড় কমানোর লক্ষ্যে শিয়ালদা স্টেশনে একটি নতুন প্রবেশ ও প্রস্থান গেট চালু করা হয়েছে। বিশেষত ব্যস্ত সময় ও উৎসবের মরসুমে যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে দক্ষিণ শিয়ালদা স্টেশনে চালু করা হয়েছে এই নতুন গেট।

    রেল সূত্রে খবর, নতুন প্রবেশ ও প্রস্থান পথটি এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে যাত্রীরা সহজেই স্টেশনে পৌঁছাতে পারেন এবং ভিড় এড়িয়ে নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন। স্টেশন চত্বরে অতিরিক্ত ভিড় কমানো, জরুরি পরিস্থিতিতে দ্রুত যাত্রী সরিয়ে নেওয়া এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করাই এই নতুন প্রবেশপথ চালুর মূল লক্ষ্য বলে জানানো হয়েছে। 

    ওয়েস্ট ক্যানেল রোড দিয়ে নতুন প্রবেশপথ চালু হওয়ার ফলে বিশেষত বেলেঘাটা রোড, শ্যামবাজার এবং সল্টলেক থেকে আসা যাত্রীদের বেশি সুবিধার হবে। ব্যস্ত এপিসি রোড এড়িয়ে সরাসরি নতুন গেটের মাধ্যমে স্টেশনে প্রবেশ করতে পারবেন। ফলে স্টেশন সংলগ্ন রাস্তাগুলিতে যানজট কমবে বলেও আশাবাদী রেল কর্তৃপক্ষ।

    প্রতিদিন শিয়ালদা স্টেশনে আসা ১৫-১৮ লক্ষ যাত্রীর জন্য এই নতুন গেট বিশেষভাবে উপকারী হবে বলে মনে করছে রেল। শিয়ালদার ডিআরএম দীপক নিগম জানিয়েছেন, ‘নতুন গেট স্টেশন যাতায়াত করতে বিশেষ ভূমিকা পালন করবে। যাত্রীরাও অতিকিক্ত পরিষেবা পাবেন’।
  • Link to this news (আজকাল)