• ‘ধর্মের রাজনীতি ছাড়া কোনও ইস্যু নেই’, বিজেপিকে তীব্র কটাক্ষ রচনা ব্যানার্জির...
    আজকাল | ২৪ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: ‘বিজেপির কাছে কোনও দিনই কোনও ইস্যু ছিল না, এখনও নেই, ভবিষ্যতেও থাকবে না’। রবিবার পোলবার পাউনানে একটি রক্তদান শিবিরে যোগ দিয়ে রাজ্যের বিরোধী দলকে এভাবেই কটাক্ষ করলেন হুগলির তৃণমূল সাংসদ রচনা ব্যানার্জি। বিজেপির হিন্দুত্ব প্রচারের বিরুদ্ধে সরব হন তিনি। তাঁর কথায়, ‘বিগত কয়েক দিন ধরে বিজেপি হিন্দুত্বের প্রচার চালাচ্ছে। ওরা জাত-ধর্মের বিভাজনে বিশ্বাসী। আমরা বলি—সবার উপরে মানুষ সত্য, তার ওপরে কিছু নেই।

    রক্তের কোনও ধর্ম হয় না। যারা রক্তদান করছেন, তাদের জাত-ধর্ম দেখা হচ্ছে না। অথচ বিজেপির কাছে জাত-ধর্ম ছাড়া আর কোনও ইস্যু নেই’। দীর্ঘদিন ধরে অভিনয় জগৎ থেকে দূরে রয়েছেন রচনা ব্যানার্জি। শতাব্দী রায়, জুন মালিয়া, দেবের মতো তৃণমূল সাংসদরা সিনেমায় নিয়মিত কাজ করলেও, জনপ্রিয় এক টিভি শোয়ের সঞ্চালনা ছাড়া রচনা পুরোপুরি মনোনিবেশ করেছেন রাজনীতিতেই। তাঁকে কি ফের দেখা যাবে রূপোলি পর্দায়?

    তৃণমূল সাংসদ স্পষ্ট জানান, ‘এখন একেবারেই সময় নেই’। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির লন্ডন সফর নিয়েও এদিন মুখ খোলেন রচনা। তিনি বলেন, ‘দিদি যখন গেছেন, তখন নিশ্চয়ই বড় কিছু হতে চলেছে। ফিঙ্গারস ক্রসড! আমরা ইতিবাচক দিকেই বিশ্বাসী’। এদিনের রক্তদান অনুষ্ঠানে রচনা ব্যানার্জি ছাড়াও উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা চাপদানির বিধায়ক অরিন্দম গুইন প্রমুখ।
  • Link to this news (আজকাল)