লন্ডন যাত্রার পথে অন্য ছবি, বিমানবন্দরে টিপ, পলা পরিয়ে মা দুর্গাকে সাজালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ...
আজকাল | ২৪ মার্চ ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: বিশ্বের দরবারে আজ তিনি দেশের প্রতিনিধি, বাংলার প্রতিনিধি। বিমানবন্দরে প্রবেশের আগে তিনি কুশল কামনা করেছেন রাজ্যের মানুষের। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিদেশ যাত্রার প্রাক মুহূর্তেও যেন ছুঁয়ে গেলেন বাংলার ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতিকে। বিমানবন্দর সাক্ষী রইল সেই ঘটনার।
শনিবার সন্ধ্যায় বিমানবন্দরে পৌঁছনোর পর তিনি বিশ্ববাংলার বিপণি ঘুরে দেখতে ঢোকেন। সেখানেই তাঁর নজরে পড়ে, মা দুর্গার ধাতব মূর্তির কপালে নেই টিপ। ভাবনার অবকাশ না দিয়েই তৃতীয় নয়নে টিপ পরিয়ে দেন তিনি। আর পাশের যে মানুষটির থেকে টিপ নেন, সেই মানুষটিকেও বিশ্ববাংলার অলঙ্কার উপহার দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, মাতৃপ্রতিমার হাতে পলা পরিয়ে অলঙ্কারে ভূষিত করেন তিনি। যার আমলে দুর্গাপুজো ইউনেস্কোর হেরিটেজ তকমা পেয়েছে, যে মুখ্যমন্ত্রীর সময়ে বিশ্বের দুয়ারে এক কার্নিভাল হয়ে উঠেছে উৎসব, তাঁর হাতে মা দুর্গাকে অলঙ্কার বিভূষিতা হতে দেখে স্বাভাবিক ভাবে বিমানবন্দরে ভিড় বাড়ে। তবে তাতে বিন্দুমাত্র বিরক্ত হননি মুখ্যমন্ত্রী, ছবি তোলার প্রতিটি অনুরোধ রেখেছেন সস্নেহে।
তাঁর আমলের শুরু থেকেই তিনি দুর্গাপুজো নিয়ে সদা উৎসাহী থেকেছেন। তিনিই শুরু করেছে দুর্গাপুজো কার্নিভালের মতো আন্তর্জাতিক মনের উদযাপন। বিদেশের অসংখ্য মানুষ আজ সেই উদযাপনের টানে কলকাতায় আসে। পাড়ায় পাড়ায় পুজোয় আর্থিক সাহায্য করার পাশাপাশি তিনি কলকাতার দুর্গাপুজোকে নিয়ে গিয়েছেন এক আন্তর্জাতিক স্তরে। বিদেশের চোখে ঈর্ষা হয়ে দাঁড়িয়েছে বাংলার এই প্রাণের উৎসব। তাই তিনি যখন মা দুর্গার কপালে টিপ পরিয়ে সাজিয়ে তোলেন প্রতিমা, তখন তা দুর্লভ মুহূর্ত ছাড়া আর কী!