• ফেবুতে CPI(M)-এর নয়া ডিপি-র ‘হেডলাইন’ চাইলেন দেবাংশু, জবাব দিলেন নেটিজেনরা!
    হিন্দুস্তান টাইমস | ২৪ মার্চ ২০২৫
  • সিপিআই থেকে লাল রং 'মুছে' তাতে 'নীল-সাদা' আকাশ জুড়ে দিয়েছে! আর তারপরই এ নিয়ে 'আসরে নেমে পড়েন' তৃণমূল কংগ্রেসের তরুণ তুর্কী দেবাংশু ভট্টাচার্য। ঘটনাচক্রে যিনি রাজ্যের বর্তমান শাসকদলের সোশাল মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত নেতাও বটে! রাজ্যের একদা শাসকদলকে খোঁচা দিয়ে পালটা ব্যঙ্গাত্মক পোস্ট করেছেন দেবাংশু। লোকজন তাতেও কমেন্টেও করেছে আশ মিটিয়ে!

    প্রসঙ্গত, সিপিআই বলতেই মানুষের মনে যেমন 'লাল' ভেসে ওঠে, তেমনই বর্তমান তৃণমূল জমানার সৌজন্যে 'নীল-সাদা' বললেই মমতা বন্দ্যোপাধ্য়ায় সরকারের ছবি মনে আসে! বস্তুত, বর্তমান শাসকের আমলে সমস্ত সরকারি ইমারতেই একে-একে নীল-সাদার প্রলেপ পড়েছে। এমনকী, বহু ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের দলীয় অনুষ্ঠানেও নীল-সাদা রঙের ব্যবহার দেখা যায়। আর, রাজ্য সরকারি অনুষ্ঠান হলে তো কথাই নেই! সেখানে তো অবশ্যই 'নীল-সাদা' রং ব্যবহার করেই মঞ্চ থেকে শুরু করে সমগ্র অনুষ্ঠানস্থল সাজিয়ে তোলা হয়।

    লক্ষ্যণীয় বিষয় হল, অতীতে 'নীল-সাদা' রঙের এই ব্যবহার নিয়ে সিপিআই নেতাকর্মীদের কটাক্ষ করতেও দেখা গিয়েছে। কিন্তু, এবার তাদের ফেবু ডিপি ও কভার ফটোয় যে 'শরতের আকাশ' দেখা গিয়েছে, তার নীল-সাদা রং সকলেরই নজর কেড়েছে!

    শনিবার তাদের ফেবু অ্য়াকাউন্টের ডিপি ও কভার ফটো বদল করার পরই দেবাংশু তাঁর ফেসবুক অ্য়াকাউন্টে সেই ডিপি-র ছবি পোস্ট করে ক্যাপশনে জানতে চান -

    'এই ছবিটার জন্য পারফেক্ট হেডলাইন কোনটা?

    ১. নীল সাদায় মিশে গেল সিপিএম, রূপমের গান ধার করে, "আজ নীল রঙে মিশে গেছে লাল.."

    ২. মহাশূন্যে ভাসমান সিপিএম আজ তার অফিসিয়াল ডিসপ্লে পিকচার রিলিজ করল।'

    দেবাংশুর এই পোস্ট করার পর প্রায় ২৩ ঘণ্টা পেরিয়ে গিয়েছে। ইতিমধ্য়েই সেই পোস্টে প্রতিক্রিয়া দিয়েছেন ১,৩০০ জনেরও বেশি মানুষ। কমেন্ট করেছেন প্রায় ২৫০ জন। তার মধ্য়ে অধিকাংশই বেশ 'রসালো'! যেমন - একজন ইউজার লিখেছেন, 'মহাশূন্যে বিলীন সিপিএম'! কেউ আবার মন্তব্য করেছেন, 'খুব মুশকিলে পড়লাম , আবার "গোয়াতে" পিন্ডদান করতে যেতে হবে'!

    কারও কারও আবার দেবাংশুর দেওয়া দু'টি অপশনের মধ্যে একটি পছন্দ হয়েছে। তাঁরা সেটাই কমেন্টে জানিয়েছেন। কেউ আবার 'ভবিষ্যদ্বাণী' করেছেন, 'আগামী বিধানসভা ভোটে এদের খুঁজে পাওয়া যাবে না। দূরবীন দিয়েও দেখা যাবে না। আমার বুথে সিপিএম মাত্র ছয়টি ভোট পায়।'

    তবে, বাম সমর্থকরা এমন পোস্টে আবেগপ্রবণও হয়েছেন। সেই আবেগ ধরা পড়েছে এক ইউজারের মন্তব্যে। তিনি তাঁর দীর্ঘ কমেন্টে লিখেছেন - 'সাম্প্রদায়িকতার বিষ ছড়াতে দেয়নি বলে আজ শূন্য, দুর্নীতিতে পরিপূর্ণ একটা সিস্টেম উপহার দেয়নি বলে আজ শূন্য, লাগামহীন মূল্যবৃদ্ধি ঘটায়নি বলে আজ শূন্য, দেনা করে মোচ্ছব করেনি বলে আজ শূন্য, বেকার যুবসমাজকে কাজের ঠিকানা খুঁজে দিতে চেয়েছিল বলে আজ শূন্য, তাই এই শূন্য আজ শত পুণ্য়ের সমার্থক।'
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)