• আবার তীব্র গরম! আজ থেকে চড়বে তাপমাত্রা, এপ্রিলে নাভিশ্বাস হবে গরমে
    ২৪ ঘন্টা | ২৪ মার্চ ২০২৫
  • অয়ন ঘোষাল: আজ সোমবার থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে। বুধ বৃহস্পতিবার এর মধ্যে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি তাপমাত্রা বাড়তে পারে। 

    আসাম ও ছত্রিশগড়ে সক্রিয় রয়েছে ঘুর্নাবর্ত। একটি অক্ষরেখা রয়েছে কর্ণাটক এলাকা থেকে তামিলনাড়ু পর্যন্ত। অন্য অক্ষরেখাটি উত্তর প্রদেশ থেকে মধ্য মহারাষ্ট্র পর্যন্ত বিস্তৃত যা ছত্রিশগড়ের ঘূর্ণাবর্তের ওপর দিয়ে বিস্তৃত। আজ ২৪ শে মার্চ নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়।

    দক্ষিণবঙ্গে একদিনের বৃষ্টিতেই ঝড় বৃষ্টিতে সর্বোচ্চ তাপমাত্রা জেলায় জেলায় তিন থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমেছে। কলকাতায় স্বাভাবিক থেকে নয় ডিগ্রি সেলসিয়াস নীচে নেমে গেছিল সর্বোচ্চ তাপমাত্রা। সেই পারদ রবিবার থেকেই উঠতে শুরু করেছে। আজ সোমবার থেকে ক্রমশ বাড়বে তাপমাত্রা। বৃহস্পতিবার এর মধ্যে তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে অনুমান আবহাওয়া বিজ্ঞানীদের।

    আজ সোমবার দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবার সম্ভাবনা। বাকি জেলাতে পরিষ্কার আকাশের সম্ভাবনা।

    উত্তরবঙ্গে সোমবার থেকে ঊর্ধ্বমুখী হবে পারদ। পরবর্তী তিন দিনে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। আজ উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবার সম্ভাবনা। বাকি জেলা সোমবার থেকে পরিষ্কার আকাশ। ফের তাপমাত্রা বাড়তে শুরু করবে।

    কলকাতা আজ থেকে পরিষ্কার আকাশ তাপমাত্রা। বুধবারের মধ্যে তাপমাত্রা অনেকটা বাড়বে। আপাতত আর বৃষ্টি নেই। তবে এই সপ্তাহে তাপমাত্রা স্থিতিশীল থাকবে। এপ্রিলে ফের গরম বাড়বে। 

    কলকাতার রাতের তাপমাত্রা ২০.৬ থেকে বেড়ে ২২.১ ডিগ্রি। এখনও স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি নিচে। আজ রাতের তাপমাত্রা বেড়ে ২৩ ডিগ্রি হবে। গতকাল  দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৫ থেকে বেড়ে ২৯.৪ ডিগ্রি। এখনও এটি স্বাভাবিকের তুলনায় ৫ ডিগ্রি নিচে। আজ দিনের তাপমাত্রা বেড়ে ৩১ ডিগ্রিতে পৌঁছাবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫৪ থেকে ৯৩ শতাংশ।

    অন্যান্য রাজ্যে বৃষ্টি হতে পারে। দক্ষিণের কেরল, মাহে, কর্ণাটক, মধ্যপ্রদেশ, ছত্রিশগড়, অন্ধ্রপ্রদেশ, রয়েলসীমা ইয়ানাম তে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে হালকা ঝোড়ো হওয়া অরুণাচল প্রদেশ, লাক্ষাদ্বীপ, ওড়িশা, সিকিম। এছাড়া পূর্ব ভারতের রাজ্য আসাম মেঘালয়, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরাতে।

    আপাতত দেশের কোথাও তাপপ্রবাহের সতর্কবার্তা নেই। গরম ও অস্বস্তিকর আবহাওয়া শুধুমাত্র গুজরাটে।

  • Link to this news (২৪ ঘন্টা)