নতুন পাঁচটি থানা হবে কবে? ২০১৪ সালে আলিপুরদুয়ার নতুন জেলা হয়। সেই সময় আলিপুরদুয়ারকে নতুন পুলিশ জেলাও করা হয়।
আনন্দবাজার | ২৪ মার্চ ২০২৫
নতুন জেলা হওয়ার পরে পেরিয়ে গিয়েছে দশ বছরের বেশি সময়। মাঝের এই সময়ে জেলায় জনসংখ্যা অনেকটাই বেড়েছে। ফলে বাড়ছে অপরাধ-সংখ্যাও। ছোটখাটো নানা অভিযোগ ধরলে, ক্রমশ বাড়ছে মামলার সংখ্যাও। কিন্তু সেই অপরাধ নিয়ন্ত্রণে আলিপুরদুয়ার জেলা পুলিশের পরিকাঠামো যতটা উন্নতির প্রয়োজন ছিল, তা আজ পর্যন্ত হয়নি বলে অভিযোগ।
২০১৪ সালে আলিপুরদুয়ার নতুন জেলা হয়। সেই সময় আলিপুরদুয়ারকে নতুন পুলিশ জেলাও করা হয়। জেলা পুলিশের শীর্ষ স্তরে পুলিশ সুপার বসার পাশাপাশি বিভিন্ন স্তরের পুলিশ আধিকারিকের সংখ্যা বৃদ্ধি পায়। বৃদ্ধি পায় পুলিশকর্মীর সংখ্যাও। কিন্তু অভিযোগ, এই পুলিশ আধিকারিক ও কর্মীর সংখ্যা যে হারে বৃদ্ধি হওয়া প্রয়োজন ছিল, আলিপুরদুয়ারে তা হয়নি। পাশাপাশি, গত প্রায় দশ বছরে আলিপুরদুয়ার জেলায় নতুন করে পাঁচটি থানা তৈরির প্রস্তাব রাজ্যে একাধিক বার গিয়েছে বলে পুলিশ সূত্রের খবর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এর মধ্যে অগ্রাধিকারের ভিত্তিতে সামনে রাখা হয়েছে বারবিশা, সোনাপুর ও জটশ্বরে তিনটি থানা তৈরি করার প্রস্তাব। কিন্তু আজও লাল ফিতের ফাঁসে আটকে রয়েছে সেই প্রস্তাব।
শুধু থানার অভাবই নয়, অভাব রয়েছে পুলিশকর্মীরও। অভিযোগ, আলিপুরদুয়ার জেলায় পুলিশ আধিকারিক ও কর্মীর সংখ্যা যে হারে বাড়া উচিত ছিল, তা বাড়েনি।ফলে অনেক সময়ে বিভিন্ন ঘটনার তদন্তে এর প্রভাব পড়ছে। পাশাপাশি কাজের চাপ বেড়েছে পুলিশ কর্মীদের।
এই অবস্থায় রাজ্যে গত কয়েক বছরে প্রস্তাব হিসেবে যাওয়া বারবিশা, সোনাপুর, জটেশ্বর, হাসিমারা ও ভাটিবাড়িতে নতুন থানা তৈরির দাবি জোড়াল হচ্ছে। ফাঁকা পদ পূরণের পাশাপাশি পুলিশ আধিকারিক ও কর্মীর পদে নতুন নিয়োগেরও দাবি উঠেছ। আলিপুরদুয়ারের পুলিশ সুপার ওয়াই রঘুবংশী অবশ্য বলেন, “জেলায় পুলিশের আধিকারিক ও কর্মীরা নিজেদের কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করে চলছেন। সে জন্যই জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক থাকে।”