• ‘২৪ ঘণ্টা এসি চালিয়ে রাখে, ব্যক্তিগত ওয়াশরুম ব্যবহার করে’, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ ‘কালীঘাটের কাকুর’, কী বলল হাইকোর্ট?
    এই সময় | ২৪ মার্চ ২০২৫
  • আদালতে স্বস্তি সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’র। সোমবার তাঁর অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়াল কলকাতা হাইকোর্ট। অন্তর্বর্তী জামিনের মেয়াদ প্রায় এক মাস বাড়ানো হয়েছে। দিনভর তাঁর বাড়িতে কেন্দ্রীয় বাহিনীর নজরদারি নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি। সুজয়কৃষ্ণের অভিযোগ ছিল, জওয়ানরা তাঁর বাড়িতে সারাদিন এসি চালিয়ে বসে থাকেন, ব্যক্তিগত শৌচাগার ব্যবহার করেন। আদালতের নির্দেশ, সুজয়কৃষ্ণের বাড়ির দরজায় থাকবেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সোমবার বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিংহ রায় ওই নির্দেশ দেন।

    আদালতে ‘কালীঘাটের কাকু’ অভিযোগ করেন, তাঁর বাড়িতে নজরদারি করতে গিয়ে কেন্দ্রীয় বাহিনী কেন তাঁর ব্যক্তিগত শৌচাগার ব্যবহার করছে? ২৪ ঘণ্টা এসি চালিয়ে বসে থাকছে কেন? আদালতের কাছে তিনি আর্জি জানান, বাড়ির এক তলার শৌচাগার ব্যবহার করুক বাহিনীর জওয়ানরা।

    কালীঘাটের কাকুর আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায় এ দিন আদালতে বলেন, ‘আমার মক্কেলের শোওয়ার ঘর দোতলায়। সেখানে গিয়ে ওয়াশরুম ব্যবহার করছেন বাহিনীর জওয়ানরা। এসি ব্যবহার করছে।’ পাল্টা সিবিআইয়ের আইনজীবী ধীরাজ ত্রিবেদী বলেন, ‘নজরদারি করতে গেলে তো বাড়িতেই থাকতে হবে।’

    আদালত নির্দেশ দেয়, রক্ষীরা গেটের বাইরে থাকবেন। বাড়ির বাইরে ত্রিপল টাঙানো থাকবে। সেখানে বসার জায়গা ও ফ্যান থাকবে। হাইকোর্ট আরও জানায়, প্রয়োজনে কাকুর বাড়িতে যেতে পারবেন চিকিৎসক, আত্মীয়রা। ব্যাঙ্কেরও একজন যেতে পারবেন। ২১ এপ্রিল ফের এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। তত দিন পর্যন্ত অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়ানো হয়েছে কালীঘাটের কাকুর।

    প্রসঙ্গত, ২০২৩ সালের ৩০ মে নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হন সুজয়কৃষ্ণ ভদ্র। ২০২৪ সালের ডিসেম্বরে হাইকোর্টে আগাম জামিনের আবেদন খারিজ করে তাঁকে ‘শোন অ্যারেস্ট’ দেখায় সিবিআই। সেই মামলাতেই চলতি বছরের ফেব্রুয়ারিতে অন্তর্বর্তী জামিন পান তিনি। শারীরিক অবস্থার কথা বিবেচনা করে তাঁকে জামিন দেওয়া হয়। তবে একই সঙ্গে হাইকোর্টের নির্দেশ ছিল, সুজয়কৃষ্ণের বাড়িতে নজরদারির জন্য সাদা পোশাকের কেন্দ্রীয় বাহিনী জওয়ান মোতায়েন করতে পারবে সিবিআই। সেই কেন্দ্রীয় বাহিনীর আচরণ নিয়েই গত সপ্তাহে আদালতে আপত্তি জানিয়েছিলেন সুজয়কৃষ্ণ। জানিয়েছেন, অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়ানোর আর্জিও।

  • Link to this news (এই সময়)