• বিভিন্ন জায়গায় ডিভাইডার কেটে চলাচল, ‘কাটআউট’ বন্ধ কবে
    এই সময় | ২৪ মার্চ ২০২৫
  • এই সময়, রায়গঞ্জ: নবনির্মিত ১২ নম্বর জাতীয় সড়কের একাধিক জায়গায় কেটে ফেলা হয়েছে ডিভাইডার। এই 'কাটআউট' তৈরি করে চলাচল করছে গাড়িঘোড়া। এর ফলে মাঝেমধ্যে ঘটছে দুর্ঘটনা। প্রশাসন এগুলি বন্ধ করার উদ্যোগ নিলেও স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে পড়তে হচ্ছে।

    কিছু দিন আগে রায়গঞ্জের পানিশালায় 'কাটআউট' দিয়ে শর্টকাট করতে গিয়ে দুর্ঘটনায় পড়ে একটি টোটো। শিলিগুড়ি থেকে রায়গঞ্জের দিকে আসা একটি চারচাকার গাড়ির সঙ্গে ধাক্কা লাগে সেটির। টোটো চালক–সহ সওয়ার পাঁচ পড়ুয়া গুরুতর আহত হন। এমন দুর্ঘটনা মাঝেমধ্যেই ঘটে চলেছে। জাতীয় সড়কে দুর্ঘটনা কমাতে জেলা প্রশাসন, জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও ট্র্যাফিক পুলিশ একাধিকবার বৈঠকও করে। একাধিক জায়গায় নাকাপয়েন্ট করা হয়েছে, রাস্তার উপরে গার্ডরেল দেওয়া হয়েছে। প্রতিটি পয়েন্টে মোতায়েন রয়েছে পুলিশ ও সিভিক ভলান্টিয়ার। এর পাশাপাশি বিভিন্ন জায়গায় তৈরি কাটআউট বন্ধ করার কাজ শুরু হয়েছে।

    কাটআউট বন্ধ করতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে পড়েছে প্রশাসন। অতীতে রায়গঞ্জের মাড়াইকুড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভিটি এলাকায় এমন বিরোধের ঘটনা ঘটেছিল। 'কাটআউট' বন্ধ করা যায়নি। সাধারণ মানুষের দাবি, তাঁদের চলাচলের সুবিধার জন্য ডিভাইডার কাটা হয়েছে। নইলে অনেক দূর দিয়ে ঘুরে চলাচল করতে হবে। এতে তাঁদের সমস্যায় পড়তে হচ্ছে। পানিশালার বাসিন্দা নুর আলম বলেন, 'কাটআউট না থাকলে আমাদের দু'কিমি ঘুরে যাতায়াত করতে হবে। এটা খোলা রেখে নজরদারির ব্যবস্থা থাকলে আর দুর্ঘটনা হবে না।'

    মাড়াইকুড়ার বাসিন্দা আলতাব হোসেন বলেন, 'স্থানীয় বাসিন্দারা জমি দিয়েছিলেন জাতীয় সড়কের জন্য। কিন্তু এখন ডিভাইডারে তাঁরাই আটকে যাচ্ছেন। তাই কাটআউট করা হয়েছে।' রায়গঞ্জের মহকুমাশাসক কিংশুক মাইতি বলেন, 'যে সব জায়গায় জনতা বাধা দিয়েছে, সেখানে কথা বলে সমস্যা মেটানোর চেষ্টা চলছে।'

  • Link to this news (এই সময়)