• রামসাই থেকে জঙ্গল সাফারি চালুর উদ্যোগ বন দপ্তরের
    এই সময় | ২৪ মার্চ ২০২৫
  • এই সময় ময়নাগুড়ি: জঙ্গল সাফারির দাবি ছিল দীর্ঘদিনের। এ বার সেই পর্যটন মানচিত্রে জায়গা করে নিতে চলেছে রামসাই। রবিবার সেই দাবিপুরণের ইঙ্গিত মিলেছে। জেলা প্রশাসন ও বন দপ্তরের একটি দল রামসাই পরিদর্শনে এসে জঙ্গল সাফারির রুট ঘুরে গিয়েছে। এমনকী, স্থানীয়দের সঙ্গেও এই বিষয়ে আলোচনা করেছে তারা।

    লাটাগুড়ি থেকে পর্যটকরা জিপসিতে জঙ্গল ভ্রমণের সুযোগ পান। সেই সাফারিতেই রামশাইয়ের বড় একটি রুটও ঘুরে দেখেন তাঁরা। তবে রামসাই থেকে সরাসরি কোনও সাফারি বুকিং করার সুযোগ নেই বলে বাধ্য হয়ে লাটাগুড়ি থেকেই জিপসি বুক করতে হয় তাঁদের। জলপাইগুড়ির মহকুমাশাসক তমোজিৎ চক্রবর্তীর কথায়, ‘জেলা প্রশাসন ও বন দপ্তরের সঙ্গে মিটিংয়ে এ বিষয়ে প্রাথমিকভাবে আলোচনা করা হয়েছে। রামসাইকে পর্যটনের মানচিত্রে স্থান দিতে সেখানকার জঙ্গল থেকে সাফারি চালু করার চিন্তাভাবনা চলছে।’ তাঁর সংযোজন, ‘পর্যটকেরা রামসাইয়ে এসে যাতে সরাসরি সেখান থেকেই জিপসিতে জঙ্গল ভ্রমণ করতে পারেন, সেই দিকটাই দেখা হচ্ছে আমাদের তরফে।’

    জানা গিয়েছে, লাটাগুড়ি ও ধূপঝোড়া মিলিয়ে প্রতি শিফটে মোট ৩৪টি জিপসি জঙ্গল সাফারি করে। দিনে তিনবার লাটাগুড়ি রেঞ্জের টিকিট কাউন্টার থেকে সাফারি বুকিং হয়। সকালে দু’বার এবং বিকেলে একবার। স্থানীয় বাসিন্দা তথা প্রাক্তন ইকো ডেভেলপমেন্ট কমিটির সদস্য মানিক সরকার বলেন, ‘রামসাইতে জঙ্গল সাফারির দাবি বহুদিনের। বন দপ্তর ও জেলা প্রশাসনকে এ ব্যপারে একাধিকবার জানানো হয়েছিল। সেই সঙ্গে বনমন্ত্রীর নজরেও বিষয়টি আনা হয়। যদি সাফারি চালু হয়, তবে এখানে পর্যটন বিকাশের পাশাপাশি এলাকার অর্থনৈতিক উন্নয়নও ঘটবে।’ অনুমোদন এলেই দ্রুত সাফারি চালু হবে বলে জানিয়েছেন জলপাইগুড়ির এডিএফও জয়ন্ত মণ্ডল।

  • Link to this news (এই সময়)