• ফের তপ্ত সিজিও চত্বর, সাপ্লিমেন্টারি চার্জশিটের দাবিতে সিবিআইয়ের দপ্তরে অভিযান ডাক্তার-নার্সদের
    এই সময় | ২৪ মার্চ ২০২৫
  • আরজি কর-কাণ্ডের প্রতিবাদে ফের সিজিও কমপ্লেক্স অভিযানে চিকিৎসক, নার্সরা। সাপ্লিমেন্টারি চার্জশিটের দাবিতে এ দিন সল্টলেকে সিবিআইয়ের অফিস সিজিও কমপ্লেক্স অভিযানের ডাক সিনিয়র চিকিৎসক-নার্সদের সংগঠনের। এই অভিযান ঘিরে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি না তৈরি হয়, তা নিশ্চিত করতে সোমবার সিজিও কমপ্লেক্সের সামনে তৎপর পুলিশ-কেন্দ্রীয় বাহিনী। সিজিও কমপ্লেক্সের গেটের বাইরে বিধাননগর পুলিশ কমিশনারেটের বিশাল গার্ডরেল রাখা হয়। গেটের ভিতরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা টহলে রয়েছেন। বিক্ষোভকারীদের সরাতে গেলে পুলিশের সঙ্গে বচসায়ও জড়িয়ে পড়েন চিকিৎসক-নার্সদের একাংশ। পরে বিক্ষোভকারীদের তরফে পাঁচ প্রতিনিধি ভিতরে যান। ছিলেন দুই মহিলা প্রতিনিধিও।

    এ দিন অভিযানে ছিলেন, মেডিক্যাল সার্ভিস সেন্টার, সার্ভিস ডক্টর্স ফোরাম, নার্সেস ইউনিটির সদস্যরা। বিক্ষোভকারীদের প্রশ্ন , সাত মাস কেটে গিয়েছে। এখনও কেন এই মামলায় সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারেনি? দ্রুত সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার দাবি নিয়েই এ দিন সিজিও কমপ্লেক্স অভিযানে অংশ নেন ডাক্তার, নার্সদের একাংশ। তাঁদের অভিযোগ, সঞ্জয় রায়কে সামনে রেখে বাকিদের আড়াল করার চেষ্টা হচ্ছে।

    তাৎপর্যপূর্ণ ভাবে এ দিন কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি হয়। আরজি করের ডাক্তারি পড়ুয়ার পরিবারের নতুন আবেদনকে সামনে রেখে মামলা শোনেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বিচারপতি ঘোষ নির্দেশ দেন, সিবিআই যেন কেস ডায়েরি নিয়ে আসে। একই সঙ্গে তিনি জানতে চান, এই ঘটনায় একজনই অভিযুক্ত নাকি আরও কেউ সন্দেহের তালিকায়, তা আদালতের কাছে স্পষ্ট করতে হবে সিবিআইকে।

  • Link to this news (এই সময়)