• জাতীয় সড়কে কোথাও ডিভাইডারের চিহ্ন নেই, চুরি আটকাবে কে?
    এই সময় | ২৪ মার্চ ২০২৫
  • এই সময়, মালদা: জাতীয় সড়কের ডিভাইডার ভেঙে চুরি করে নিয়ে যাচ্ছে দুষ্কৃতীরা। সেই ফাঁক গলে চলছে যাতায়াত। এই সুযোগে বড় রাস্তার উপরে গাড়ি দাঁড় করিয়ে পণ্য ওঠানো–নামানোর কাজ করছেন কোনও কোনও ব্যবসায়ী।

    মালদা শহরের রথবাড়িতে চারটি লেন রয়েছে ১২ নম্বর জাতীয় সড়কে। এর মধ্যে যাতায়াতের দুই লেনে বসানো হয়েছিল ডিভাইডার। সেই ডিভাইডার অনেক জায়গায় ভেঙে চুরি করে নিয়েছে দুষ্কৃতীরা। রথবাড়ি থেকে ৪২০ মোড় পর্যন্ত নতুন করে লোহার ডিভাইডার বসানো হয়েছে। শহরের মধ্যে চার লেনের জাতীয় সড়ক হওয়ার পরে এ নিয়ে তিন বার লোহার ডিভাইডার বসানো হলো।

    রথবাড়ি চাটাইপট্টি থেকে রবীন্দ্র ভবন যাওয়ার পথে জাতীয় সড়কে কোথাও ডিভাইডারের চিহ্ন নেই। একাধিক লেনের মধ্যে বিভাজনরেখা না থাকায় সেই ফাঁক দিয়ে চলাচল করছে গাড়ি। এতে যানজট হচ্ছে, দুর্ঘটনার আশঙ্কাও থাকছে। অধিকাংশ সময়ে বড় ট্রাক দাঁড় করিয়ে নানা সামগ্রী ওঠানো–নামানো হচ্ছে খোলা অংশে।

    কারা চুরি করছে ডিভাইডার? পুলিশের এক কর্তা জানিয়েছেন, এটা ছিঁচকে চোর, মাদকাসক্তদের কাজ। আরটিও অনুপম চক্রবর্তী জানিয়েছেন, 'জাতীয় সড়ক বা ব্যস্ত এলাকায় পণ্য লোডিং ও আনলোডিং করার অনুমতি নেই। ধরা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।' পুলিশ সুপার প্রদীপকুমার যাদব বলেন, 'জেলা পুলিশ রাস্তায় স্পিড ব্রেকার এবং ডিভাইডার বসানোর কাজ করেছে। এগুলি ভাঙা হলে ব্যবস্থা নেওয়া হবে।'

  • Link to this news (এই সময়)