• সর্বনাশ! জলবহুল এলাকায় ঘুরে বেড়াচ্ছে ১২ ফুটের অজগর, তটস্থ এলাকাবাসী...
    ২৪ ঘন্টা | ২৪ মার্চ ২০২৫
  • অরূপ বসাক: দক্ষিণরায়ের আনাগোনা হোক কিংবা গজরাজের দাপট, সব খবরেই মালবাজারের নাম সবার উপরে। মালবাজারের বাসিন্দাদের দিন-রাত তটস্থ থাকতে হয়। আবার মালবাজার খবরের শিরনামে। জিপিএসের অভাবে অজগর ঘুরছে যেখানে-সেখানে। ঢুকছে লোকালয়ের মধ্যেও। এই ভয়ংকর পরিস্থিতিতেই দিন কাটাচ্ছেন মালবাজারের মানুষজন। 

    গতকাল মালবাজার মহকুমার নাগরাকাটা এলাকায় ১৪ ফিটের কিংকোবড়া উদ্ধারের পর এবার চালসার মুর্তি এলাকা থেকে একটি ১২ ফিটের অজগর সাপ উদ্ধার হল। এদিন মুর্তি এলাকায় একটি নির্মিয়মান রিসোর্টের পাশ থেকে এই অজগরটি উদ্ধার হয়। স্থানীয় পরিবেশপ্রেমী সাবলু হক গ্রামবাসিদের সহযোগিতায় অজগরটি উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দেন। এরপর বনকর্মীরা সাপটির স্বাস্থ্য পরিক্ষা করে জঙ্গলে ছেড়ে দেন। গরম পরতেই জঙ্গলের সাপ লোকালয়ে চলে আসছে বলে পরিবেশ প্রেমী সাবলু হক জানিয়েছেন।

    সাবল হক বলেন, 'এই অজগর সাপ বা রক পাইথন এই সময় এমনিতেই বেরোয়। মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই মাস করে এখানে খুবই সাপ ঘুরে বেড়ায়। আমি এই সাপ একটা প্রাইভেট রিসর্টে পেলাম। আমাকে ফোন করে ডাকলো প্রাইভেট রিসর্ট থেকে। সেখানে গিয়ে দেখি এতো বড়ো পাইথন সাপ। সেখানে অনেক বাচ্চা ছিল। সেখানে অনেক বাচ্চা খেলা করছে। পাশেই এই সাপ শুয়ে আছে। এলাকার মানুষ এই সাপটিকে দেখে খুবই ভীত। এখন আমি এই সাপটাকে বনদপ্তরের হাতে তুলে দেবো। সাপটি পুরো সুস্থ অবস্থাতেই আছে। কোথাও কোনও চোট লাগেনি। এখনই আমি গিয়ে বনদপ্তরের হাতে তুলে দেবো। তবে বনদপ্তর যদি বলে আমাদের সহযোগিতায় সাপটিকে বনে ছাড়বে তাহলে আমরা দিয়িত্ব নিয়ে বনের মধ্যেও ছেড়ে দিয়ে আসবো।'

     

  • Link to this news (২৪ ঘন্টা)