• হাইকোর্টে 'সাময়িক' স্বস্তি 'কাকুর'! জামিন থেকে বাহিনী, বড় নির্দেশ আদালতের...
    ২৪ ঘন্টা | ২৪ মার্চ ২০২৫
  • অর্ণবাংশু নিয়োগী: কাকুর অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়াল কলকাতা হাইকোর্ট। ৩১ এপ্রিল পর্যন্ত মেয়াদ বাড়ানো হল কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের। আদালত নির্দেশ দিল, KYC করানোর জন্যে একজন ব্যাংক কর্মীকে কাকুর সঙ্গে দেখা করতে দিতে হবে। গ্রাউন্ড ফ্লোরে বাথরুম ব্যবহার করতে দিতে হবে বাহিনীকে। সেইসঙ্গে গ্রাউন্ড ফ্লোরে থাকার ব্যবস্থা করতে হবে।

    এদিন আদালতে কাকুর চিকিৎসক জানান, কাকুর স্বাস্থ্য রিপোর্ট জমা পড়েছে। চলাফেরার ক্ষেত্রে অনেক বিধিনিষেধ আছে। পাশাপাশি এদিন কাকুর আইনজীবী বেডরুমে বাহিনীর থানা নিয়ে আদালতের কাছে নালিশ জানান। বলেন, আদালতের কাছে কাকুর অভিযোগ, "আমার বাথরুম ব্যবহার করছে তাঁরা!" যার জবাবে সিবিআই-এর কাছে বিচারপতি জানতে চান, "এটা কি ঠিক? বাহিনী কি ঘরে ঢুকতে পারে?"

    জবাবে সিবিআই জানায়, ছোট ফ্ল্যাট নয়। বাহিনীকে থাকার জন্য জায়গা দিতে হবে। বাহিনী কোনওভাবেই চিকিৎসার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে না। এরপরই হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ, "বাহিনীকে গ্রাউন্ড ফ্লোরে বাথরুম ব্যবহার করতে দিতে হবে।" ২১ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি। উল্লেখ্য, সুজয়কৃষ্ণ ভদ্রের গতিবিধির উপর নজরদারির জন্য-ই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। কিন্তু সেই বাহিনী নিয়ে তিনি বিড়ম্বনায় পড়েছেন বলে আদালতে অভিযোগ করেন ‘কালীঘাটের কাকু’।

  • Link to this news (২৪ ঘন্টা)