দক্ষিণ কলকাতায় বিজেপির অনুষ্ঠানে তাণ্ডব, চেয়ার ছোঁড়া থেকে কালি লাগানো হয়
হিন্দুস্তান টাইমস | ২৪ মার্চ ২০২৫
জেলা সভাপতি ঠিক করার মধ্যে দিয়েই বিজেপির অন্দরের কোন্দল সামনে আসছিল। ২০২৬ সালে বাংলায় বিধানসভা নির্বাচন আছে। তাই এই আবহে সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারী বিভেদ ভুলে এক হয়েছেন। না হলে এঁদের মধ্যেও আকচাআকচি চরমে উঠেছিল। এবার ঘরোয়া কোন্দল চরম মাত্রায় পৌঁছে গেল। বঙ্গ বিজেপির আদি–নব্য কোন্দল দেখা গেল দক্ষিণ কলকাতায়। দলীয় কর্মীদের হাতে রীতিমতো নিগৃহীত হলেন দক্ষিণ কলকাতার বিজেপি জেলা সভাপতি অনুপম ভট্টাচার্য। যার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যদিও তা যাচাই করে দেখেনি হিন্দুস্তান টাইমস বাংলা ডিজিটাল। তবে এমন তাণ্ডব পরিস্থিতি তৈরি হল যার ফলে অনুষ্ঠান ভণ্ডুল হয়ে গেল।
ছুটির দিন রবিবার ঠাকুরপুকুর থানার অন্তর্গত আনন্দনগর বাজার এলাকায় সংবর্ধনা দেওয়ার অনুষ্ঠান ছিল। ওখানে দক্ষিণ কলকাতার বিজেপি জেলা সভাপতি অনুপম ভট্টাচার্যকে সংবর্ধনা দেওয়ার কথা ছিল। কিন্তু সেখানে বিজেপি কর্মী–সমর্থকদের মধ্যে তুমুল হাতাহাতি হয় বলে অভিযোগ। দুই গোষ্ঠীর মধ্যে চেয়ার ছোঁড়াছুড়ি পর্যন্ত হয়। তার সঙ্গে গালিগালাজ তুঙ্গে ওঠে। কেন দীর্ঘদিনের কর্মীদের সক্রিয় সদস্যপদ দেওয়া হচ্ছে না? এই প্রশ্ন তুলে চিৎকার শুরু হয়। বচসা অপর গোষ্ঠীর সঙ্গে হলে পরিস্থিতি তেতে ওঠে। শুরু হয়ে যায় চেয়ার ছোঁড়াছুড়ি। এমনকী অনুপম ভট্টাচার্যের এক অনুগামীর গায়ে কালি ছোঁড়া হয় বলেও অভিযোগ উঠেছে।
এমন পরিস্থিতি তৈরি হলে তা কতটা প্রভাব পড়বে নির্বাচনে সেটা স্পষ্ট হয়ে গেল। এই কদিন আগে দক্ষিণ কলকাতার বিজেপি জেলা সভাপতি অনুপম ভট্টাচার্যের বিরুদ্ধে পোস্টার পড়েছিল। সেই অস্বস্তির রেশ কাটতে না কাটতেই দলের অন্দরে কোন্দল মারাত্মক আকার নিল। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছল যে, দক্ষিণ কলকাতা জেলা বিজেপি সভাপতির পক্ষ থেকে এই ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। তাতে দলের নাম আরও খারাপ হল বলে মনে করা হচ্ছে। প্রত্যেক জেলাতেই গোষ্ঠী কোন্দল দেখা দিয়েছে। এবার তাঁর আঁচ এসে পড়ল দক্ষিণ কলকাতায়। যা নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে।
এই ঘটনার কথা রাজ্য বিজেপি নেতৃত্বকেও জানানো হয়েছে। এমন বিশৃঙ্খল পরিস্থিতি মানুষের সামনে চলে এলে তাঁরা ভরসা রাখতে পারবেন না। সেক্ষেত্রে বিজেপিরই ক্ষতি বিধানসভা নির্বাচনে হবে। তবে দক্ষিণ কলকাতা জেলা বিজেপি সভাপতির বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। দলীয় আদি কর্মীদের একাংশের দাবি, টাকা এবং অন্যান্য দামি সামগ্রীর বিনিময়ে পদ পাইয়ে দেন অনুপম ভট্টাচার্য। এমনই পোস্টার পড়েছিল দক্ষিণ কলকাতার পার্টি অফিস থেকে শুরু করে এলাকায়। এবার রবিবাসরীয় সন্ধ্যায় দলের অনুষ্ঠানে বিজেপি কর্মী–সমর্থকদের মারামারি অন্দরের কোন্দল আরও প্রকাশ্যে নিয়ে এল। যা নিয়ে অস্বস্তিতে পদ্মশিবির।