কলকাতা এয়ারপোর্টে নয়া এটিসি চালু! প্রতিদিনি দুপুরে ২ ঘণ্টা বসবে ‘পরীক্ষার’ মুখে
হিন্দুস্তান টাইমস | ২৪ মার্চ ২০২৫
বিমান চলাচল আরও মসৃণ করতে কলকাতা বিমানবন্দরে নতুন এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার তৈরি হয়েছে। আজ সোমবার থেকে এই টাওয়ারের ট্রায়াল শুরু হবে। আগামী তিন মাস ধরে চলবে ট্রায়াল। প্রতি সপ্তাহে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত ২ ঘণ্টা ধরে লাইভ ট্রায়াল চালানো হবে। বর্তমানে বিমানবন্দরে যে এটিসি টাওয়ার রয়েছে, সেটির সঙ্গে সমান্তরালভাবে কাজ করবে নতুন এটিসি।
বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, সোমবার-শুক্রবার দুপুর ২টো থেকে বিকেল ৪ টের মধ্যে এয়ার কন্ট্রোলের কর্মীরা একেবারে নতুন এটিসি থেকে কাজ করবেন। তাঁরা বিমানবন্দরে আসা এবং ছেড়ে যাওয়া বিমানগুলির সঙ্গে যোগাযোগ করবেন। এছাড়া, বিমানগুলির অবতরণ এবং উড়ান তদারকি করবে। আগের যে এটিসি রয়েছে সেটিও ট্রায়ালের সময় ‘হট স্ট্যান্ডবাই’-তে রাখা হবে।
জানা যাচ্ছে, কলকাতা বিমানবন্দরের পুরোনো যে এটিসি রয়েছে সেটিতে আধুনিক সুবিধা আছে। তবে এই সিস্টেমটি অনেক পুরনো। ১৩ বছর আগেকার সেটি। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, নতুন এটিসি পুরোদমে চালু করতে আরও ১৮ থেকে ২৪ মাস সময় লাগতে পারে। যেহেতু এটা দীর্ঘ সময় তাই প্রতিদিন ২ ঘণ্টা ট্রায়ালের মাধ্যমে আপাতত সেটি পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, এই দু/ঘণ্টার মধ্যে কলকাতা বিমানবন্দরে প্রায় ৪০টি বিমান অবতরণ করে ও উড়ে যায়। নতুন টাওয়ারটি কার্যকর হওয়ার সময় প্রায় আটজন সেখানে দায়িত্ব পালন করবেন। যোগাযোগ, নেভিগেশন এবং নজরদারি শাখার টেকনিশিয়ানরা এটি পরিচালনা করবেন। এর পাশাপাশি এটিসির নিরাপত্তার দায়িত্বে থাকবে সিআইএসএফ। এরিয়া কন্ট্রোল এবং টেকনিক্যাল ব্লক নিয়ে গঠিত নতুন এয়ার ট্র্যাফিক নেভিগেশন কমপ্লেক্সের বাকি অংশ একটি বেসরকারি নিরাপত্তা সংস্থার নিরাপত্তারক্ষীরা পাহারা দেবেন।
বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, গত ২০ ফেব্রুয়ারি এর সফল পরীক্ষা হয়েছিল। তার ভিত্তিতে নিরাপত্তার প্রয়োজনীয়তা সহ সকল প্রয়োজনীয় নিয়ন্ত্রণমূলক পদ্ধতি পূরণ করা হয়েছে। উল্লেখ্য, ১৮৭ ফুট উচ্চতার নতুন এটিসি টাওয়ারটি আগের টাওয়ারের থেকে লম্বা। পুরনো এটিসির উচ্চতা ১১২ ফুট। নতুন টাওয়ারের অপারেশনাল কন্ট্রোল এরিয়া হবে ২,৪৭৫ বর্গফুট, যা পুরনো টাওয়ারের থেকে প্রায় দ্বিগুণ।