• এয়ার ইন্ডিয়ার একই বোর্ডিং পাস দুজনকে, বিমানে বসতে না দেওয়ার অভিযোগ শান্তনুর
    হিন্দুস্তান টাইমস | ২৪ মার্চ ২০২৫
  • সম্প্রতি পরিষেবা নিয়ে এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে একের পর এক অভিযোগ সামনে এসেছেন। এবার এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন রাজ্যসভার প্রাক্তন তৃণমূল সাংসদ শান্তনু সেন। বসতে না দেওয়ার অভিযোগ তুলেছেন প্রাক্তন সাংসদ। তাঁর অভিযোগ, বোর্ডিং পাস থাকা সত্ত্বেও একই সিটে বসতে দেওয়া হয়েছে অন্যজনকে। তাঁকে বসার জায়গা দেওয়া হয়নি। ফলস্বরূপ তিনি দাঁড়িয়েই কলকাতা ফেরেন। এই সংক্রান্ত অভিযোগ তুলে তিনি ফেসবুক লাইভ করে সরব হন। এনিয়ে রাজ্যসভার প্রাক্তন সাংসদ এয়ার ইন্ডিয়া এবং কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রককে আক্রমণ করেন।


    শান্তনুর অভিযোগ, তাঁর জন্য এয়ার ইন্ডিয়ার মুম্বই থেকে কলকাতাগামী বিমানের ১৫ডি সিট নম্বর বরাদ্দ করা হয়েছিল। কিন্তু, আরও একজনকে সেই সিট বরাদ্দ করা হয়। এমনকী তাঁকে বসার জায়গা করে দেওয়া হয়নি বিমানে। শান্তনু নিজের ফেসবুক পোস্টে এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে অভিযোগ তুলে লিখেছেন, ‘এয়ার ইন্ডিয়ার এআই০৭৭৪ বিমানে করে মুম্বাই থেকে কলকাতায় যাওয়ার জন্য আমাকে ১৫ নম্বর ডি নম্বর সিটের বৈধ বোর্ডিং পাস দেওয়া হয়েছিল। তবে বিমানে ওঠার পর আমি দেখি অন্যজন সেই সিটে বসে রয়েছেন।’ তাঁর অভিযোগ, আমাকে বোর্ডিং পাস দেওয়া সত্ত্বেও অন্যজনকে এই সিটের টিকিট বিক্রি করা হয়েছে। তাই আমি দাঁড়িয়ে যাচ্ছি।’ তিনি কেন্দ্রকে কটাক্ষ করে বলেন, ‘এটা এয়ার ইন্ডিয়া এবং কেন্দ্রের ভয়ঙ্কর অবস্থা।’


    উল্লেখ্য, দল বিরোধী কাজের জন্য শান্তনু সেনকে তৃণমূল থেকে সাসপেন্ড করা হয়েছিল। এখনও খাতায় কলমে তিনি সাসপেন্ডেড। তবে শনিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল বৈঠকে শান্তনু সেনকে উপস্থিতি থাকতে দেখা গিয়েছে। তার জেরে জোর জল্পনা শুরু হয়েছে। শান্তনু অভিষেকের অনুগামী বলেই পরিচিত। ফলে তিনি অভিষেকের হাত ধরেই ফের মূলস্রোতে ফিরতে চলেছেন কি না তা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও দলের রাজ্যে সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার স্পষ্ট জানিয়েছিলেন, তিনি ভার্চুয়াল বৈঠকের লিঙ্ক পাঠাননি। যাঁদের পাঠানোর কথা তাঁরাই পাঠিয়েছিলেন।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)